নেক্সাস ৭ ও ১০-এ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আসছে আজ থেকে

কিটক্যাট

 

নেক্সাস ৫-এর সঙ্গে অবমুক্ত হওয়া গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আজ থেকে নেক্সাসের আগের ডিভাইস নেক্সাস ৭ ও নেক্সাস ১০-এ রিলিজ করা শুরু করছে গুগল। গুগল জানিয়েছে, ফার্স্ট ও সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ (ওয়াই-ফাই সংস্করণ) এবং নেক্সাস ১০ ট্যাবলেটে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট পাওয়া যাবে।

ট্যাবলেটের পাশাপাশি নেক্সাস ৪ ফোনেও কিটক্যাট আসবে ‘শিগগিরই’।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের বেশিরভাগ পরিবর্তনই ইউজার ইন্টারফেসে, যদিও এর পূর্ণ অভিজ্ঞতা পেতে ব্যবহারকারীদের নেক্সাস ৫-এর শরণার্থী হতে হবে। এছাড়াও কম শক্তিশালী হার্ডওয়্যারের উপযোগী করে কিটক্যাট অপটিমাইজ করা হয়েছে বলেও জানিয়েছে। অবশ্য অ্যান্ড্রয়েড ডেভেলপারদের মাঝে জনপ্রিয় ডিভাইস গ্যালাক্সি নেক্সাসেই কিটক্যাট অফিসিয়ালি সাপোর্ট করবে না বলে জানিয়ে দিয়েছে গুগল, যা কোম্পানিটিকে বেশ সমালোচনার মুখে ফেলেছে। গুগল জানিয়েছে, ১৮ মাসের বেশি কোনো নেক্সাস ডিভাইসে নতুন আপডেট দেয়া হবে না।

গুগলের নেক্সাস ডিভাইসের পাশাপাশি অন্যান্য কিছু কোম্পানিও অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট বাজারে আনার কথা জানিয়েছে। এইচটিসি জানিয়েছে, উত্তর আমেরিকায় অবস্থানকারী এইচটিসি ওয়ান ব্যবহারকারীরা জানুয়ারির মধ্যেই কিটক্যাট আপডেট পাবেন। এছাড়াও মটোরোলা তাদের মটো এক্স-এর পাশাপাশি সর্বশেষ তিনটি ড্রয়েড ডিভাইসে এই আপডেট আনার কথা জানিয়েছে।

নেক্সাস ৭ ও ১০ ব্যবহারকারীরা আপডেটের অপেক্ষায় থাকুন এবং অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট পেলে আমাদের অবশ্যই জানান আপনার ডিভাইসে নতুন সংস্করণের অভিজ্ঞতার কথা।