সম্প্রতি স্যামসাং মোবাইল সংক্রান্ত বিভিন্ন খবরের নির্ভরযোগ্য সূত্র স্যামমোবাইল জানিয়েছে, স্যামসাং ৮ ইঞ্চি আকারের গ্যালাক্সি নোট নিয়ে কাজ করছে। ইতোমধ্যেই গ্যালাক্সি নোট ১০.১ থাকলেও নোট ২ ও নোট ১০.১-এর মাঝামাঝি আকারের ট্যাবলেট/ফ্যাবলেট প্রত্যাশীদের কথা মাথায় রেখেই স্যামসাং নতুন এই ডিভাইসের জন্য কাজ করছে বলে জানা গেছে।
ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ট্যাবলেট উদ্বোধন হবে বলে ধারণা করা হচ্ছে। এটি দু’টি মডেলে আসবে। ৩জি সুবিধা সম্পন্ন GT-N5100 3G এবং কেবল ওয়াই-ফাই সংযোগের সুবিধা সম্পন্ন GT-N5101.
সূত্র অনুসারে, গ্যালাক্সি নোট ৮.০ (যেটি এই ডিভাইসের চূড়ান্ত নাম বলে শোনা যাচ্ছে) হবে ৮ ইঞ্চি আকারের সুপার ক্লিয়ার এলসিডি ডিসপ্লে সম্পন্ন যার রেজুলেশন 1280×800 পিক্সেল। ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সম্পন্ন এই ট্যাবলেটে থাকছে ২ গিগাবাইট র্যাম ও ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ। বাড়তি স্টোরেজের জন্য মেমোরি কার্ডের স্লটও দেয়া হয়েছে এই ডিভাইসে।
প্রসেসর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোয়াড-কোর প্রসেসর সমৃদ্ধ ডিভাইস হবে এটি। এতে ৪৬০০ এমএএইচ ব্যাটারি, ব্লুটুথ ৪.০, ইউএসবি ২.০, অ্যাসিসটেড-জিপিএস ও অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন থাকছে। সম্ভবত এটিই প্রথম স্যামসাং ডিভাইস যেটি অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেম নিয়ে আসছে। স্যামমোবাইল জানিয়েছে, এটি সরাসরি অ্যাপলের আইপ্যাড মিনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
আগামী মাসের শেষের দিকেই আমরা জানতে পারবো কত দামে বিক্রি হবে নতুন এই গ্যালাক্সি নোট ৮.০। তার আগে পাঠক জানিয়ে যান আপনার কী মতামত নতুন এই ডিভাইস সম্পর্কে?