জাপানে আইপ্যাডকে টপকালো নেক্সাস ৭

চীন ও জাপান এই দু’টি দেশেই অ্যাপলের পণ্যের বেশ চাহিদা রয়েছে। যদিও এ দেশগুলোয় অ্যাপল তাদের আইফোন ও আইপ্যাড একটু দেরিতে পৌঁছায়, তবুও ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে আইফোন আর আইপ্যাড কেনার ঘটনা চীন ও জাপানে বারবারই দেখা গেছে।

কিন্তু আগামীবার যখন নতুন আইপ্যাড মুক্তি পাবে, তখন থেকে সূর্যোদয়ের দেশে অন্তত এই চিত্র আর নাও মিলতে পারে।

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান বিসিএন জাপানের ২,৪০০টি ইলেকট্রনিক্স স্টোরের উপর পরিচালিত এক জরিপে দেখতে পেয়েছে, আইপ্যাডের চেয়ে জনপ্রিয়তার দিক দিয়ে নেক্সাস ৭-ই এগিয়ে রয়েছে। যেখানে আইপ্যাডের বাজার দখল ছিল ৪০.১ শতাংশ, সেখানে নেক্সাস ৭-এর শেয়ার দেখা গেছে ৪৪.৪ শতাংশ।

অবশ্য এই ঘটনায় চমকানোর তেমন কিছু নেই। দেশটিতে অ্যাপলের সবচেয়ে কমদামী ট্যাবলেট আইপ্যাড মিনির চেয়েও ১০০ ডলার কমমূল্যে কোয়াড-কোর এই নেক্সাস ৭ পাওয়া যাচ্ছে। স্বভাবতঃই মানুষ আরও উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকতে শুরু করেছে। সে দেশের মানুষ “ভাব”-এর চেয়ে “কাজ”-কে বেশি প্রাধান্য দেয় বলেই হয়তো আইপ্যাডের বিক্রি কমে যাচ্ছে। আইপ্যাড মিনিতে যা করা যায়, ১০০ ডলার কম দিয়ে নেক্সাস ৭-এ যদি তারচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় তবে কেন নয়?

অবশ্য আরেক সূত্র জানিয়েছে, জাপানে এই মূহুর্তে আইপ্যাড মিনির কিছুটা ঘাটতিও রয়েছে। বাজার কমে যাওয়ার পেছনে এই ঘাটতিও দায়ী থাকতে পারে বলে মনে করেন অনেকে।