স্যামসাং আনলো ৩ ইঞ্চি ডিসপ্লের বাজেট-বান্ধব গ্যালাক্সি মিউজিক

গ্যালাক্সি মিউজিক

স্যামসাং যখন তাদের বেশ কিছু গ্যালাক্সি ডিভাইসে জেলি বিন আপডেটের কথা নিশ্চিত করে, তখন আমরা নিশ্চিত ছিলাম না গ্যালাক্সি মিউজিক বলে তারা ঠিক কোন ডিভাইসের কথা বলছে। আমরা ধারণা করে নিয়েছিলাম, স্যামসাং হয়তো গ্যালাক্সি প্লেয়ারকেই গ্যালাক্সি মিউজিক বলে সম্বোধন করেছে। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। কেননা, সম্প্রতি স্যামসাং নতুন করে ঘোষণা দিয়েছে সম্পূর্ণ নতুন গ্যালাক্সি মিউজিক নামের অ্যান্ড্রয়েড ফোন যা মূলত বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড কিনতে ইচ্ছুকদের মাথায় রেখে তৈরি।

কেবল তা-ই নয়, নতুন এই ফোনটি ডিজাইনও করা হয়েছে মিউজিকপ্রেমীদের কথা মাথায় রেখেই। কেননা এতে রয়েছে দু’টি স্পিকার, এসআরএস সাউন্ড ইফেক্ট, সাউন্ড এলাইভ, বিল্ট-ইন অ্যান্টেনা এবং ডেডিকেটেড মিউজিক কি। স্পেসিফিকেশনের বিচারে এতে রয়েছে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি স্টোরেজ যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। সেই সঙ্গে এতে রয়েছে ৫১২ মেগাবাইট র‌্যাম, ৩ মেগাপিক্সেল ফিক্সড-ফোকাস ফ্ল্যাশহীন ক্যামেরা, ওয়াই-ফাই, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ৩.০ ও মাইক্রোইউএসবি। গ্যালাক্সি মিউজিকে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ চলবে বলে জানা গেছে। আর আগের সূত্র মতে এটি জেলি বিনেও আপডেট পাবে।

আপডেটঃ গ্যালাক্সি মিউজিকের ৩ ইঞ্চি আকারের ডিসপ্লেতে রয়েছে 240 x 320 পিক্সেল রেজুলেশন যার ডেনসিটি ১৩৩ পিক্সেল পার ইঞ্চি (পিপিআই), সেইসঙ্গে এর প্রসেসর হচ্ছে সিঙ্গেল কোর ৮৫০ মেগাহার্জ এআরএম করটেক্স এ৯। তবে গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য আলাদা কোনো জিপিইউ দেয়া হয়নি। অর্থাৎ, ডিসপ্লে দিয়ে কাউকেউ সন্তুষ্ট করতে পারবে না স্যামসাং। রেজুলেশন কম হওয়ায় অনেক গেমসও না চলতে পারে। আর জিপিইউ না থাকায় এবং প্রসেসর কম হওয়ায় সেটের স্পিডও খুব একটা সুবিধার হবে বলে মনে হয় না। আর হ্যাঁ, যারা থ্রিজি নিয়ে ভাবছেন, তাদের নিশ্চিত করে বলা যায় যে, এই সেট ৩জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

তবে স্যামসাং এড়িয়ে গেছে নতুন এই সেটের দাম সংক্রান্ত। তাই আগ্রহীদের গ্যালাক্সি মিউজিক সম্পর্কে আরও জানতে আর সবার মতোই অপেক্ষা করতে হবে।

স্যামসাং গ্যালাক্সি মিউজিক নিয়ে আপনি কি আগ্রহী? কত টাকার মধ্যে হলে এই ফোন কিনতে আগ্রহী হবেন?