বহু অপেক্ষার পর এবার বিশ্বের সামনে অবমুক্ত করেছে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন। নতুন নেক্সাস ৭ এবং বর্তমান নেক্সাসগুলোয় এই আপডেট আসতে শুরু করায় ডেভেলপারদের হাতে ইতোমধ্যেই পৌঁছে গেছে নতুন এই সংস্করণ। আর ডেভেলপাররাও এর কোড ঘেঁটে এখনও ঘোষণা হয়নি এমন অনেক সুবিধার খোঁজ পেয়ে গেছেন। তারই মধ্যে একটি হচ্ছে অ্যাপ্লিকেশনের পারমিশন কন্ট্রোলার।
“অ্যাপ অপস” নাম দেয়া এই গোপন অ্যাপ্লিকেশনটি এখনও সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি নয়। নতুন এই অ্যাপ্লিকেশনটি মূলত অ্যান্ড্রয়েডে ইন্সটল থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশনের পারমিশনগুলো ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হবে।
গুগল প্লে স্টোর থেকে অথবা সরাসরি এপিকে ফাইল থেকে নতুন অ্যাপ্লিকেশন ইন্সটল করার সময়ই প্লে স্টোর অথবা সিস্টেম আপনাকে দেখায় সেই অ্যাপ্লিকেশনটি কী কী পারমিশন চাচ্ছে। যেমন ইন্টারনেট, বিভিন্ন সেন্সর ইত্যাদি। এর সুবিধা হলো, কোনো অ্যাপ্লিকেশন ইন্সটল করার আগেই আপনি জেনে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটি আপনার ডিভাইসের কোন কোন সেন্সর ও হার্ডওয়্যার ব্যবহার করতে পারবে।
পারমিশন লিস্টের মাধ্যমে আপনি কোনো অ্যাপ্লিকেশনের বিশ্বাসযোগ্যতাও যাচাই করতে পারবেন। যেমন ধরুন, একটি ক্যালকুলেটর বা অ্যালার্মের কোনো অ্যাপ্লিকেশন যদি ইন্টারনেট, কন্টাক্টস, মেসেজ, ক্যামেরা ইত্যাদির পারমিশন চাইলে স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন অ্যাপ্লিকেশনটি প্রয়োজনের অতিরিক্ত পারমিশন চাচ্ছে।
অ্যাপ অপস নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইন্সটল থাকা অ্যাপ্লিকেশনের পারমিশনগুলো অন-অফ করার সুবিধা পাবেন। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো অ্যাপ্লিকেশন যদি ক্যামেরা ও অন্যান্য হার্ডওয়্যার ব্যবহারের পারমিশন নিয়ে ইন্সটল হয়, তাহলে পরবতীতে এই পারমিশন কন্ট্রোল সেন্টারের মাধ্যমে আপনি আলাদাভাবে সেই অ্যাপ্লিকেশনের ক্যামেরা ব্যবহারের পারমিশন বন্ধ করে দিতে পারবেন।
ডেভেলপাররা জানিয়েছেন, এই “অ্যাপ অপস” অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এক নজরে কোন কোন হার্ডওয়্যার/সেন্সর কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে এবং কোন অ্যাপ্লিকেশন কোন কোন সেন্সর/হার্ডওয়্যার ব্যবহার করবে তা দেখা যাবে এবং পছন্দমতো অন-অফ করা যাবে। এই অ্যাপ্লিকেশনটি ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ৪.৩-এ জুড়ে দেয়া হলেও খানিকটা হ্যাক ছাড়া সাধারণ ব্যবহারকারী এর নাগাল পাবেন না।
অ্যাপ্লিকেশন পারমিশন কন্ট্রোলার ছাড়াও ৪কে ভিডিওর সাপোর্টও দেয়া হবে অ্যান্ড্রয়েড ৪.৩-এ। তবে এসব বাড়তি সুবিধার জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৪.৩-এর জন্য তো অপেক্ষা করতে হবেই, বরং যারা ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ৪.৩ পেয়ে গেছেন তাদেরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন এর জন্য অপেক্ষা করছেন কি?