বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান সনি। কিন্তু তাদের পরিচয় স্মার্টফোন নির্মাতা নয়। গেমিং কনসোল প্লেস্টেলশন থেকে ক্যামেরা সাইবার-শট, টিভি ইত্যাদি ইলেকট্রনিক্স সামগ্রীর বাজারে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড এই সনি। স্মার্টফোন বাজারের জনপ্রিয়তা বৃদ্ধির পর অ্যান্ড্রয়েড ফোন ‘এক্সপেরিয়া’ লাইন বের করেও বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সনি। বিশেষ করে এন্ট্রি-লেভেল কমদামী স্মার্টফোন বাজারে এনে তারা বেশ সাড়া পেয়েছে। কিন্তু সম্প্রতি সনি ইঙ্গিত দিয়েছে যে, কমদামী স্মার্টফোন আর নয়, এবার সময় হয়েছে প্রিমিয়াম স্মার্টফোন তৈরিতে মনোযোগ দেয়ার।
সনি মোবাইলের প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার স্টিফেন স্নিডেন সম্প্রতি সিনেট এশিয়াকে এক ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তার বক্তব্যেই উঠে এসেছে সনির এই পরিকল্পনার কথা। তিনি জানিয়েছেন, সনির লক্ষ্যটা খুব সাধারণ। তারা প্রিমিয়াম স্মার্টফোন প্রোভাইডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। আর তাদের দাবি, তারা জানে কীভাবে প্রিমিয়াম স্মার্টফোন তৈরি করতে হয়।
সনি আরও ভালো ডিজাইন ও কোয়ালিটির স্মার্টফোন তৈরি করতে চায়। আর সেই লক্ষ্য অর্জনে প্রথম পদক্ষেপই হচ্ছে কমদামী স্মার্টফোনের বাজার থেকে বের হয়ে আসা এবং পুরো মনোযোগ প্রিমিয়াম স্মার্টফোন তৈরিতে দেয়া। আর সনি ঠিক সেটাই করতে যাচ্ছে।
সনি তাদের এক্সপেরিয়া লাইনের স্মার্টফোন দিয়ে বর্তমানে বিশ্ববাজারে তৃতীয় অবস্থানে রয়েছে। আর সনি প্রথম অবস্থান দখল করার জন্য লক্ষ্য স্থির করলেও এই কাজে তাড়াহুড়ো করছে না মোটেই। সিনেটকে সনি জানিয়েছে, তারা এই লক্ষ্যমাত্রা অর্জনে ২ বছর সময়সীমা নির্ধারণ করেছে। আর অনেক বিশেষজ্ঞেরই বিশ্বাস সনি দুই বছরের মধ্যে স্মার্টফোন জগতে স্যামসাংকে পেছনে ফেলতে পারবে।
সনির এক্সপেরিয়া ডিভাইসের অন্যতম বৈশিষ্ট্য হলো ইউনিক ডিজাইন। বিশ্বের স্মার্টফোন জগতে শীর্ষস্থানে থাকলেও স্যামসাং-এর অনেক ডিভাইসই আইফোনের মতোই দেখতে। এ জন্য প্রতিষ্ঠানকে মামলার মুখেও পড়তে হয়েছে বিশ্বের একাধিক দেশে। কিন্তু সনি এক্সপেরিয়া প্রচুর ডিভাইস বের করেছে অথচ প্রত্যেকটির ডিজাইনই সনির নিজস্ব। তাই আগামী দুই বছরে স্মার্টফোন বাজারের শীর্ষে পৌঁছানোর মতো অভিজ্ঞতা সনির হয়তো আছে।
অবশ্য এই খবরে কমদামে স্মার্টফোন আগ্রহীদের খুশি হবার কিছু নেই। স্পষ্টতঃই আগামীতে আমরা আর কমমূল্যে ভালো ডিভাইস পাওয়ার আশা করতে পারছি না আর। তাই হয়তো কমমূল্যে স্মার্টফোনের আশা মেটাতে হলে আমাদের সিম্ফনি, মাইক্রোম্যাক্স আর ওয়াল্টনই ভরসা হয়ে থাকবে।