Mega ক্লাউড স্টোরেজ এবার এলো অ্যান্ড্রয়েডে

Mega Upload নামের সাইটটির সাথে হয়তো অনেকেই পরিচিত। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট সাইটটির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ আনে। আর তারই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৯ জানুয়ারি সাইটটি বন্ধ করে দেয়। তবে বন্ধ করে দেয়ার আগে ক্লাউড স্টোরেজ ও ফাইল শেয়ারিং সাইটগুলোর মাঝে এটি বেশ জনপ্রিয় ছিল।

কিন্তু Mega Upload ব্যবহারকারীদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। কারন ঠিক ১ বছর পরই ২০১৩ সালের ১৯ জানুয়ারি Mega Upload এরই প্রতিষ্ঠাতা কিম ডটকম সাইটটি Mega নামে পুনরায় চালু করেন mega.co.nz ডোমেইন নিয়ে। আর ১৯ জানুয়ারি দিনটিকেই তিনি বেছে নেন মূলত Mega Upload বন্ধ করে দেয়ার পাল্টা জবাব হিসেবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এতদিন সাইটটির সুবিধাগুলো সরাসরি ওয়েব ব্রাউজার বা কিছু আনঅফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতেন। তবে এবার Mega অফিসিয়ালি-ই তাদের অ্যান্ড্রেয়েড অ্যাপ্লিকেশন রিলিজ করার ঘোষণা দেয়। এরই মাঝে অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরেও চলে এসেছে। ইতিমধ্যেই কয়েক হাজার অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে ব্যবহার করছেন। যারা এখনো ইন্সটল করেননি তারা এখানে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন।

অ্যাপ্লিকেশনটিতে অটো ব্যাকআপ সহ একটি ক্লাউড স্টোরেজ সাইটের প্রায় সব ফিচারই রয়েছে। এবার অ্যান্ড্রয়েডেও উপভোগ করুন Mega ক্লাউড স্টোরেজ। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কেমন লাগলো সেটি আমাদের মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না।