এবার আরও দ্রুত ডাউনলোড হবে অ্যাপ্লিকেশন আপডেট

google play logoসম্প্রতি গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোর গেমস এবং অ্যাপ্লিকেশনের আপডেট ডাউনলোড করা আরও দ্রুততর করে তুললো। অ্যাপ্লিকেশন স্টোর গুগল প্লে-তে ছোট একটি আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইসের অ্যপ্লিকেশন ও গেমস আপডেট করতে পারবেন আগের চেয়ে অনেক দ্রুত।

জানা গেছে, ডেলটা আপডেট নামের নতুন এই পদ্ধতিতে কোনো গেমস বা অ্যাপ্লিকেশনের আপডেট বের হলে যতটুকু অংশ নতুন বা পরিবর্তিত হয়েছে কেবল ততটুকুই ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড হবে। এর আগে কোনো অ্যাপ্লিকেশনের নতুন কোনো আপডেট বের হলে পুরো অ্যাপ্লিকেশনটিই নতুন করে ডাউনলোড হতো। এতে সময় যেমন বেশি লাগতো তেমনি বড় আকারে অ্যাপ্লিকেশনগুলো আপডেটের ক্ষেত্রে অনেক ডেটা খরচ হতো।

ডেলটা আপডেটের ফলে অ্যাপ্লিকেশনের নতুন ও পরিবর্তিত অংশটুকুই ডাউনলোড হবে বলে কম সময়ে ও কম ডেটা খরচ করে অ্যাপ্লিকেশনের আপডেট ডাউনলোড করা যাবে। গুগলের মতে, সাধারণত মূল অ্যাপ্লিকেশনের প্রায় তিনভাগের এক ভাগ হয়ে থাকে আপডেটগুলো।

তবে কোনো অ্যাপ্লিকেশনের আপডেট পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা ডাউনলোড না করে কিছুদিন অপেক্ষা করা ভালো। এতে নতুন আপডেটে থাকা ত্রুটিগুলো গুগল প্লে স্টোরের রিভিউতে দেখা যায় এবং ডেভেলপাররাও দ্রুত ত্রুটিগুলো সমাধান করে নতুন আপডেট রিলিজ করেন।