অ্যান্ড্রয়েড থেকে অটোমেটিক ফটো আপলোডের সুবিধা আনছে ফেসবুক

ফটোসিংক ফেসবুক অ্যান্ড্রয়েড অ্যাপফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে নতুন একটি সুবিধা আসতে যাচ্ছে। ফটোসিংক নামের এই সুবিধা ফেসবুকে নতুন হলেও গুগল প্লাস ও ড্রপবক্স অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা অনেকদিন ধরেই এই সেবা পেয়ে আসছেন। এর মাধ্যমে ব্যবহারকারী তাদের মোবাইলে ছবি তোলা মাত্রই তা ফেসবুকে আপলোড হয়ে যাবে। এতে করে ব্যবহারকারীকে পরে মনে করে ছবিগুলোকে আপলোড করতে হবে না।

গুগল প্লাস প্রথম এই ছবি আপলোডের সুবিধাটি চালু করে যার নাম ইন্সট্যান্ট আপলোড। এর মাধ্যমে ছবি তোলামাত্রই তা গুগল প্লাসের একটি প্রাইভেট অ্যালবামে আপলোড হয়ে যায়। পরবর্তীতে ব্যবহারকারী কম্পিউটারে বসে গুগল প্লাসে লগইন করে সেই অ্যালবাম থেকে পছন্দসই ছবি শেয়ার বা ডাউনলোড করতে পারেন। ড্রপবক্সও এমন একটি সুবিধা রেখেছে তাদের অ্যাপ্লিকেশনে যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তোলা মাত্রই তা ড্রপবক্সে আপলোড করে ফেলতে পারবেন কোনো বাড়তি কমান্ড ছাড়াই।

ফেসবুকও তাদের ফটোসিংক সুবিধায় ছবি তোলামাত্রই তা প্রাইভেট একটি অ্যালবামে আপলোড করে ফেলার সুবিধা দিচ্ছে। পরবর্তীতে ফেসবুকে বসে সেই অ্যালবাম থেকে ছবি মুছে ফেলা, ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করা কিংবা প্রাইভেট মেসেজের সঙ্গে কোনো বন্ধুর কাছে পাঠানো যাবে।

ফেসবুক জানিয়েছে, এখন পর্যন্ত খুব সীমিত সংখ্যক কিছু ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ডিভাইসে পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি চালু করা হয়েছে। তবে পরীক্ষামূলক কথাটি শুনে হতাশ হবার কিছু নেই। যেহেতু ফেসবুকে ইতোমধ্যেই ফটোসিংক নিয়ে নতুন একটি সাহায্য পাতা খোলা হয়েছে, সেহেতু এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে, সুবিধাটি সবার কাছেই আসবে।

তবে এ জন্য প্লে স্টোর থেকে নিয়মিত ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট ডাউনলোড করে নিতে হবে।

ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ছবি আপলোডের এই সেবা সম্পর্কে আপনার মতামত জানান নিচে।