আসছে অ্যাংরি বার্ডস সিরিজের নতুন গেম, অ্যাংরি বার্ডস গো

অ্যাংরি বার্ডস গো

অ্যাংরি বার্ডসের নাম শুনেননি এমন মোবাইল ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর হবে। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই গেম সম্পর্কে আরও বেশি মানুষ জানেন কারণ প্রায় সব ধরনের ডিভাইসের জন্য উপযোগী করেই এই গেমটি রিলিজ করা হয়েছে। কেবল তাই নয়,  অ্যাংরি বার্ডস সিজনস, অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স ইত্যাদি বিভিন্ন আঙ্গিকে গেমটির নতুন নতুন সংস্করণ কয়েক মাস পরপরই বের করেছে এর ডেভেলপার কোম্পানি রোভিও। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, এই সিরিজে যোগ হতে যাচ্ছে আরও নতুন একটি গেম, অ্যাংরি বার্ডস গো!

রোভিও-এর ঘোষণামতে, এই সিরিজের নতুন গেম অ্যাংরি বার্ডস গো আসছে এই সামারের শেষেই অর্থাৎ সেপ্টেম্বরে। গেমটির বিষয়বস্তু সম্পর্কে রোভিও খুব একটা তথ্য জানায়নি। তবে নতুন গেমটি নিয়ে আলাদা একটি ওয়েবসাইট খুলেছে প্রতিষ্ঠানটি যেখানে ছোট এক অ্যানিমেশনের মাধ্যমে একটি পাখি অনেক দ্রুত গতিতে ছুটে যাচ্ছে দেখানো হয়েছে। এতে করে নতুন গেমটি রেসিং গেম হবে বলে ধারণা পাওয়া গেছে।

দি টেলিগ্রাফ জানিয়েছে, জনপ্রিয় গেম টেম্পল রানের মতোই এন্ডলেস রানার টাইপের গেম হতে পারে অ্যাংরি বার্ডস গো। আবার মারিও কার্ট-এর মতোও হতে পারে নতুন গেমটি। তবে গেমটি মুক্তি পাবার আগে ঠিক করে বলা সম্ভব হচ্ছে না। রোভিও তাদের আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, অ্যাংরি বার্ডসের সবগুলো চরিত্রই তাদের সবচেয়ে অ্যাকশনধর্মী গেমের জন্য তৈরি হচ্ছে!

অ্যাংরি বার্ডস গো ঠিক কোন প্লাটফর্মে রিলিজ করা হবে তা নিয়ে রোভিও কিছু বলেনি। তবে আগের গেমগুলোর মতো একইভাবে রিলিজ করা হলে আগে মোবাইল প্লাটফর্মেই আসবে অ্যাংরি বার্ডস গো। মুক্তি পেলে অ্যাংরি বার্ডস গো হবে অ্যাংরি বার্ডস সিরিজের ষষ্ঠ গেম। এর আগে ক্রমান্বয়ে অ্যাংরি বার্ডস, অ্যাংরি বার্ডস সিজনস, অ্যাংরি বার্ডস স্পেস, অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স এবং অ্যাংরি বার্ডস ফ্রেন্ডস মুক্তি পেয়েছে। পাশাপাশি একই চরিত্র দিয়ে ব্যাড পিগিস-এর মতো ব্যতিক্রমী গেমও মুক্তি দিয়েছে রোভিও।

কেমন মনে হচ্ছে অ্যাংরি বার্ডস সিরিজের নতুন এই গেমটি? আপনার মতামত অবশ্যই জানাবেন।