গুগল প্লে স্টোরে চলছে ছুটির আমেজ। আর তাই তো অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু গেম তাদের রেগুলার দাম ৪-১০ ডলারের পরিবর্তে মাত্র ৯৯ সেন্টে বিক্রি শুরু হয়েছে। এই পোস্টে তেমনই ৪টি গেমের কথা জানাচ্ছি যেগুলো প্লে স্টোরে মাত্র ৯৯ সেন্ট (বা তারও কম) দামে বিক্রি হচ্ছে।
আমরা সবাই জানি, প্লে স্টোর ছাড়াও অন্যান্য ওয়েবসাইট থেকেই এপিকে ফাইল ও ফুল ডেটা ডাউনলোড করে গেম খেলা সম্ভব। মূলত বাংলাদেশ থেকে প্লে স্টোরে পেমেন্ট করার সহজ কোনো পথ না থাকায় আমাদের অনেকের জন্যই এটা একমাত্র পথ। কিন্তু এক্ষেত্রে ঝুঁকির বিষয়টিও একেবারে ফেলে দেয়ার মতো। তাই যাদের ভিসা বা মাস্টারকার্ড অনুমোদিত/লোগো-মুদ্রিত ডেবিট বা ক্রেডিট কার্ড আছে তারা এই সুযোগে অবিশ্বাস্য মূল্যে এসব গেমের লাইসেন্স কিনে নিতে পারেন।
নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড
নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেডের জনপ্রিয়তার কথা আর বলার অবকাশ রাখে না। এর তুমুল জনপ্রিয়তা দেখে এ বছর ক্রাইটেরিয়নকে দিয়ে ডেভেলপ করিয়ে গেম প্রকাশক ইলেকট্রনিক আর্টস দ্বিতীয়বারের মতো রিলিজ করে নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড। পিসি সংস্করণ নিয়ে মিশ্র বক্তব্য থাকলেও অ্যান্ড্রয়েডের মোস্ট ওয়ান্টেড নিয়ে বেশ সন্তুষ্ট গেমাররা। আর এই মোস্ট ওয়ান্টেড বড়দিন উপলক্ষ্যে মাত্র ৯৯ সেন্টে কেনার সুযোগ করে দিয়েছে ইএ।
নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড নিয়ে ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড কথনে রিভিউ প্রকাশিত হয়েছে। প্রায় দেড় গিগাবাইট আকারের এই গেমটি সত্যিই দারুণ গেমিং এক্সপেরিয়েন্স দেবে আপনাকে। অ্যাক্সেলেরোমিটার সেন্সর বা টাচ কন্ট্রোল, যেভাবে ইচ্ছে সেভাবেই আপনি ড্রাইভিং করতে পারবেন। আর এর চমৎকার গ্রাফিক্স আর উন্নতমানের সাউন্ড কোয়ালিটি আপনাকে রাখবে আসল ড্রাইভিং মুডে।
আপনার ডিভাইসে নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড ইন্সটল করতে ভিজিট করুন গুগল প্লে স্টোরের নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড পাতা।
ম্যাক্স পেইন মোবাইল
ম্যাক্স পেইন গেমটি অনেক পুরনো। অনেক গেমারই তাদের কম্পিউটারে গেমটি খেলে থাকবেন। অনেকটা কমিক বইয়ের ঘটনাপ্রবাহের আদলে এই গেমের মূল কাহিনীর মধ্য দিয়ে গেমারকে এগিয়ে যেতে হয়। ম্যাক্স পেইন গেমটি অ্যান্ড্রয়েডেও এসেছে অনেকদিন হয়েছে। গেমারদের অনেকেই এই গেম নিয়ে ইতিবাচক রিভিউ দিয়েছেন। তবে গেমারদের অনেকে এই মন্তব্যও করেছেন যে, এই গেমটি অনেক লম্বা হওয়ায় প্রচুর সময় ব্যয় হতে পারে আপনার গেমের পেছনেই। তবে আপনি যদি ট্রু গেমার হয়ে থাকেন, তাহলে এই মন্তব্য আপনাকে কেবল গেমটির প্রতি আরও কাছেই টানবে!
বড়দিন উপলক্ষ্যে প্লে স্টোর থেকে আপনি মাত্র ৯৯ সেন্টেই কিনতে পারবেন জনপ্রিয় এই গেমের মোবাইল সংস্করণ। এ জন্য দেখুন প্লে স্টোরে ম্যাক্স পেইন মোবাইলের পাতা।
গ্র্যান্ড থেফট অটো ৩
গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটির মতো অতোটা জনপ্রিয় না হলেও অ্যান্ড্রয়েডে প্রথম জিটিএ হওয়ায় রিলিজের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে রকস্টার গেমের ঐতিহ্যবাহী এই গেম। স্যান্ডবক্স স্টাইলের গেম, ইচ্ছেমতো মারামারি বা গোলাগুলি, টাকা আয়ের নানান ধান্ধা কিংবা রাস্তা থেকে মটরসাইকেল বা গাড়ি ছিনতাই করে অনেক গেমারই জিটিএ ৩-এর লিবার্টি সিটিতে গড়ে তুলেছেন অনেক স্মৃতি। আর সেসব স্মৃতি আপনার কম্প্যাটিবল অ্যান্ড্রয়েড ডিভাইসে রোমন্থন করতে এখন খরচ করতে হবে মাত্র ৯৯ সেন্ট।
তবে গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি চলে আসায় জিটিএ ৩-এর বিক্রি ততোটা নেই। তাই পরামর্শ হচ্ছে, যদি পিসিতে জিটিএ ৩ খেলে থাকেন, তাহলেই কিনতে পারেন এই গেমটি। আর যদি পিসিতে খেলা না হয়ে থাকে, তাহলে জিটিএ ৩ না কিনে ভাইস সিটির দাম কমার জন্য অপেক্ষা করাই ভালো হবে। তবুও জিটিএ ৩-এর প্লে স্টোর পাতায় ঢুঁ মেরে আসতে পারেন স্ক্রিনশট, ভিডিও ও গেমের সুবিধাদি দেখার জন্য।
ডেড স্পেস
ইলেকট্রনিক আর্টসের আরেক জনপ্রিয় সাই-ফাই হরর গেম ডেড স্পেসের ৯৯ সেন্টে বিক্রির কথা আমরা আগেই জানিয়েছি। এই গেমটিও প্লে স্টোর থেকে মাত্র ৯৯ সেন্টে কিনে নিতে পারেন। গেমটির কাহিনী ও গেমপ্লে সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন আগে প্রকাশিত পোস্ট।
বোনাসঃ ডেড ট্রিগার
ডেড ট্রিগার হচ্ছে অসাধারণ এক হরর/থ্রিলার গেম। সম্ভবত বিনামূল্যে পাওয়া যায় এমন গেমগুলোর মধ্যে এটিই সেরা। তবে সবসময়ই কিন্তু গেমটি ফ্রি ছিল না। প্রথমে প্লে স্টোরে বিক্রির জন্য রাখা হলেও গেমটি এতো বেশি পাইরেটেড হয়েছে যে গেমটির প্রকাশক সিদ্ধান্ত নেয় এটি বিনামূল্যেই বিতরণ করার। সেই থেকে গেমটি বিনামূল্যেই ডাউনলোড করতে পারছেন অ্যান্ড্রয়েড গেমাররা।
ডেড ট্রিগার গেমটি এতোটাই দারুণ যে স্বল্প পরিসরে এর রিভিউ করা সম্ভব নয়। তাই এবারের মতো কেবল ডাউনলোড করার লিংকই দিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরের ডেড ট্রিগার পাতা থেকে যে কেউ বিনামূল্যে গেমটি ডাউনলোড করতে পারবেন। এর সাইজ ২০০ মেগাবাইটের কিছু কম। তাই ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে ডাউনলোড করার পরামর্শ দেয়া হচ্ছে।
আর যদি এখনই প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করেন, তাহলে সঙ্গে বোনাস হিসেবে পাবেন সান্তা ক্লজের জম্বি সংস্করণ, জান্তা!
গুগল প্লে স্টোর থেকে একবার গেম বা অ্যাপ্লিকেশন কিনলে যেই অ্যাকাউন্ট থেকে কিনবেন সেই অ্যাকাউন্ট থেকে সবসময়ের জন্য সেই গেম বা অ্যাপ্লিকেশনটি যতবার খুশি যত খুশি ডিভাইসে ডাউনলোড করা যাবে। কাজেই মাত্র ৯৯ সেন্টের বিনিময়ে হাই কোয়ালিটির জনপ্রিয় এসব গেম একবার কিনে নিলে পরেরবার থেকে নেটে খোঁজাখুজি বা ম্যালওয়্যারের দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়া যাবে। তাই আমি মনে করি, কার্ড থাকলে গেমগুলোর মধ্যে পছন্দেরটি কিনে ফেলাই ভালো হবে।
উপরের গেমগুলোর মধ্যে আপনার পছন্দের গেম কোনটি ও কেন?