অ্যান্ড্রয়েডের জন্য স্কাইড্রাইভ অ্যাপ্লিকেশন আনলো মাইক্রোসফট

skydrive on androidহোক না মাইক্রোসফটের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী, তাতে কী? মার্কেটশেয়ারের দিক দিয়ে শীর্ষে আছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর ব্যবহারকারী পেতে হলে অ্যান্ড্রয়েডকে উপেক্ষা করে গেলে চলবে না। তাই হয়তো নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মাইক্রোসফট চালু করলো তাদের ক্লাউড স্টোরেজ সেবা স্কাইড্রাইভের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।

এর আগে মাইক্রোসফট জানিয়েছিলো যে, শিগগিরই তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তাদের স্কাইড্রাইভের অ্যাপ্লিকেশন আনবে। যারা ভাবছিলেন যে, আইওএস বা উইন্ডোজ ফোনের জন্য স্কাইড্রাইভের অ্যাপ্লিকেশনের চেয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সুযোগ-সুবিধার কমনি থাকতে পারে, তাদের জন্য সুখবর। কেননা, আইওএস ও উইন্ডোজ ফোনের স্কাইড্রাইভ অ্যাপ্লিকেশনের মতো করেই তৈরি করা হয়েছে স্কাইড্রাইভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আর সুযোগ-সুবিধাও অনেকটা একই।

একাধিক ফাইল আপলোড করা, ছবি ও ভিডিও আপলোড করা, ফাইল ও ফোল্ডার সাজানো ইত্যাদি কাজ খুব সহজেই করা যাবে স্কাইড্রাইভ অ্যাপ্লিকেশন দিয়ে। গুগল প্লে স্টোরে অন্যান্য ব্যবহারকারীর মন্তব্যও সন্তোষজনক দেখা গেছে।

এই মূহুর্তে স্কাইড্রাইভের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ড্রপবক্স ও সম্প্রতি চালু হওয়া গুগল ড্রাইভ। এই দু’টি সেবাই স্কাইড্রাইভের মতোই ক্লাউড স্টোরেজ সেবা দিয়ে থাকে আর দু’টিরই রয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ্লিকেশন। সম্প্রতি আউটলুক ডটকম ঠিকানায় মাইক্রোসফট হটমেইলকে নতুন রূপ দেয়ার পরপর স্কাইড্রাইভের চেহারায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। আর এর সঙ্গে মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ৮-এর অনেক মিল রয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।

গুগল প্লে স্টোর লিংকঃ স্কাইড্রাইভqr code for skydrive on android

আপনি কি ওয়েবে স্কাইড্রাইভ ব্যবহার করেছেন? এর প্রধান প্রতিদ্বন্দ্বী ড্রপবক্স ও গুগল ড্রাইভের সঙ্গে তুলনা করলে কোনটিকে আপনি বেশি পছন্দ করবেন?