হারিক্যান স্যান্ডি থেকে বাঁচার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেটের মানুষ যখন ব্যস্ত, তখন গুগল তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান বাদ দিয়ে ইন্টারনেটের মাধ্যমেই সবাইকে জানিয়ে দেয় তাদের নতুন নেক্সাস ডিভাইসসমূহের কথা। নেক্সাস ৪, নেক্সাস ৭ ৩জি সংস্করণ এবং নেক্সাস ১০ নিয়ে আমরা ইতোমধ্যেই বিস্তারিত লিখেছি। এবারে চলুন এক নজরে জানা যাক অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন সংস্করণ সম্পর্কে আমরা যা যা জানতে পেরেছি।
প্রথমেই আপনাদের প্রশ্ন জাগতে পারে, অ্যান্ড্রয়েড ৪.২-কে জেলি বিন কেন বলা হচ্ছে। মূলত এতে বড় ধরনের কোনো নতুন সুবিধা বা পরিবর্তন আনা হয়নি। বরং জেলি বিন সংস্করণেই নতুন কিছু সুবিধা যোগ করে একে ৪.১ থেকে ৪.২-তে উন্নীত করা হয়েছে। প্রাথমিকভাবে নেক্সাস ৪ এবং নেক্সাস ১০ ট্যাবলেটেই কেবল এই নতুন সংস্করণ দেয়া হচ্ছে।
গুগল নাও (NOW)
গুগল নাওকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডে আপনার “ইন্টেলিজেন্ট পারসোনাল অ্যাসিসট্যান্ট।” এটি অনেকটা অ্যাপলের সিরি’র মতোই যেটি স্বাভাবিক ভাষায় দেয়া বিভিন্ন নির্দেশ বুঝতে পারে ও সেই অনুযায়ী কাজ করতে পারে। এটি প্রথমে অ্যান্ড্রয়েড ৪.১-এ আসলেও ৪.২-এ একে আরও উন্নত করা হয়েছে বিভিন্ন আকারের নেক্সাস ডিভাইসের জন্যই। জানেনই তো, এখন বাজারে আসছে তিন ধরনের নেক্সাস ডিভাইস। ছোট (নেক্সাস ৪), মাঝারি (নেক্সাস ৭) এবং বড় (নেক্সাস ১০)।
ফটো স্ফিয়ার
ক্যামেরা অ্যাপ্লিকেশনে ফটো স্ফিয়ার নামে নতুন একটি সুবিধা যোগ করা হয়েছে। এর মাধ্যমে আপনি বিভিন্ন দিকের ছবি তুলে তা একসঙ্গে জোড়া লাগিয়ে একটি বড় ছবিতে রূপান্তর করতে পারবেন। প্যানোরামিক ছবি থেকে এর পার্থক্য হলো এই যে, প্যানোরামিক সাধারণত ওয়াইড অ্যাঙ্গেলে হয়, আর ফটো স্ফিয়ার কাজ করে সবদিকেই।
জেসচার টাইপিং
সুইফটকি এবং সোয়াইপের মতোই জেসচার টাইপিং হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.২-এর বিল্ট-ইন একটি সুবিধা। এর মাধ্যমে আপনি অনস্ক্রিন কিবোর্ড থেকে আঙুল না তুলেই। এতে করে ছোট আকারের স্ক্রিনেও আপনি দ্রুত ও সহজে টাইপ করতে পারবেন। স্পেস নিয়েও চিন্তা করতে হবে না। কেননা, শব্দের শেষে স্পেস নিজে নিজেই এসে যাবে। আর শব্দও পুরোপুরি টাইপ করতে হবে না। অ্যান্ড্রয়েড প্রথম কয়েক অক্ষর দেখেই আন্দাজ করে নিবে আপনি কী টাইপ করতে যাচ্ছেন।
অবশ্য এটি কেবল ইংরেজি ভাষার জন্য প্রযোজ্য। যারা বাংলিশ ভাষায় টাইপ করবেন, তাদের জন্য হয়তো খুব একটা সুবিধার হবে না জেসচার টাইপ।
ওয়্যারলেস ডিসপ্লে
অ্যান্ড্রয়েড ৪.২-এ আসছে ওয়্যারলেস বা তারহীন প্রযুক্তিতে Miracast কম্প্যাটিবল এইচডিটিভি-তে গেম খেলা, ইউটিউব ভিডিও ও মুভি দেখার সুবিধা। এতে করে যাদের কম্প্যাটিবল এইচডিটিভি আছে, তারা দূরে বসেই অ্যান্ড্রয়েড ডিভাইস হাতে নিয়ে বিশালাকার স্ক্রিনের মজা নিতে পারবেন।
একাধিক ইউজার প্রোফাইল
আপনার ট্যাবলেট এখন থেকে পরিবারের অন্যদের সঙ্গেও শেয়ার করে ব্যবহার করতে পারবেন। কেননা, একাধিক ইউজার প্রোফাইল সুবিধা আসলেই আসছে অ্যান্ড্রয়েড ৪.২-এ, যা নিয়ে আমরা আগেই লিখেছিলাম। এর ফলে একজন ইউজার কাজ শেষে বা কাজের মাঝেই স্ক্রিন লক করে অন্য একজন ব্যবহারকারীকে তার প্রোফাইলে ঢোকার সুবিধা দিতে পারবেন। এটি ঠিক উইন্ডোজ ডেস্কটপ কম্পিউটারের মতোই কাজ করে। তাই পরিবার-পরিজনের সঙ্গে শেয়ার করতে হলে অ্যান্ড্রয়েড ৪.২ হবে আপনার জন্য পারফেক্ট।
এছাড়াও গুগল প্লে স্টোরে কিছু আপডেটসহ ছোটখাটো বাগফিক্স ও গ্রাফিক্স উন্নয়ন তো রয়েছেই। তবে দ্রুতই অ্যান্ড্রয়েড ৪.২ সব ডিভাইসে আসবে বলে মনে হয় না। প্রাথমিকভাবে হয়তো গুগলের নেক্সাস ৭ ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ৪.২ পাবে কেননা এটি গুগলেরই নিজস্ব ডিভাইস। তবে বেশিরভাগ ট্যাবলেট আর স্মার্টফোনেই এখনও জেলি বিন ৪.১-ই আসেনি। অনেকে অবশ্য ধারণা করছেন ডিভাইস প্রস্তুতকারকরা ৪.১ না দিয়ে একেবারে ৪.২-ই দিয়ে দেবে। দেখা যাক, কী হয়।