সায়ানোজেনমড হচ্ছে অ্যান্ড্রয়েডের কাস্টম রম জগতে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক পরিচিত কাস্টম রম। সায়ানোজেন নামের এক ডেভেলপারের স্ব-উদ্যোগে শুরু হওয়া এই কাস্টম রমের ডেভেলপমেন্ট কার্যক্রমে এখন বিশ্বের অনেক ডেভেলপারই অংশ নিয়েছেন। এটি কেবল অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে জনপ্রিয় কাস্টম রমই নয়, বরং এর উপর ভিত্তি করে কাস্টোমাইজড আরও কিছু কাস্টম রমও গড়ে উঠেছে।
সায়ানোজেনমড বা সংক্ষেপে সিএম ব্যবহারকারীমাত্রই জানেন যে, এটি ইন্সটল করলে সঙ্গে রম ম্যানেজার অ্যাপ্লিকেশনটিও ইন্সটল হয়। মূলত, সিএম-এর বিভিন্ন আপডেট ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতেই এই সফটওয়্যারটি ব্যবহার করা হতো। কিন্তু এতে একটি সমস্যা রয়েছে। তা হলো, সায়ানোজেনমড ওপেন সোর্স হলেও রম ম্যানেজার ওপেন সোর্স নয়। এই কারণে রম ম্যানেজারের সঙ্গে কাজ করতে সিএম কিছু বাধ্যবাধকতার মুখোমুখি হচ্ছে। এটি কাটিয়ে উঠতেই সম্প্রতি সায়ানোজেনমড জানিয়ে দিয়েছে, সামনের কোনো এক আপডেট থেকে তারা বাদ দিবে রম ম্যানেজার অ্যাপ্লিকেশন।
ডেভেলপাররা জানিয়েছেন, নতুন ওটিএ পদ্ধতিতে ইউজারের ডিভাইসেই আপডেট পৌঁছে দিতে তারা যে আপডেটার ব্যবহার করছেন, তা মূলত সিএম ৫ ও সিএম ৬-এ ব্যবহৃত আপডেটারেরই উন্নত সংস্করণ যেটি সিএম ৯ ও সিএম ১০-এ কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।
সিএম আপডেটার ব্যবহার করে সিএম কাস্টম রম ব্যবহারকারীরা ঠিক করে দিতে পারবেন কতক্ষণ বা কতদিন পরপর নতুন আপডেটের জন্য সার্ভারে চেক করতে হবে। সেই সঙ্গে পরীক্ষামূলক সংস্করণ, স্টেবল সংস্করণ কিংবা দু’ধরনের আপডেট পাবার জন্যই ব্যবহারকারীরা সেটিংস ঠিক করে দিতে পারবেন। তবে সিএম আপডেটারে পুশ নোটিফিকেশন সুবিধাটি থাকবে না। অর্থাৎ, হোমস্ক্রিনে বসে আপনি নোটিফিকেশন বারে সিএম-এর নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন না। হয় আপনাকে স্বয়ংক্রিয় আপডেট সেট করে রাখতে হবে যাতে আপডেট পাওয়ামাত্রই ডিভাইস নিজে থেকেই আপডেট করে ফেলে, অথবা ম্যানুয়ালি আপডেটের জন্য চেক করতে হবে।
অন্যান্য ডেভেলপাররা একে সিএম-এর একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন। তবে কবে নাগাদ এই মাইলফলক উন্মোচিত হবে সেই ব্যাপারে সিএম কিছু জানায়নি।
সায়ানোজেনমড ব্যবহার করছেন কি?