১০ থেকে ১২ ইঞ্চি আকারের ল্যাপটপকে নেটবুক বলা হয়ে তাকে তা আমরা প্রায় সবাই জানি। এ সময়ের অন্যতম জনপ্রিয় নেটবুক আসুসের ই-পিসি সিশেল-এর দাম বর্তমানে প্রায় ৩৭৫ ডলার। কিন্তু অচিরেই নেটবুকের দাম কমে আসবে মাত্র ২০০ ডলারে। আর সেসব নেটবুকে চলবে ইনটেলের প্রসেসর এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম!
ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গত সপ্তাহে বলেছেন, টাচস্ক্রিন কম্পিউটারের আগামী কয়েকমাসেই মাত্র ২০০ ডলারে নেমে আসতে পারে। তবে সেসময় তিনি স্পষ্ট করে বলেননি এতো কম দামের টাচস্ক্রিন নেটবুকে কী অপারেটিং সিস্টেম চলবে।
তবে সম্প্রতি ইন্টেলের এক্সিকিউইভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ প্রোডাক্ট অফিসার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে জানিয়েছেন, ২০০ ডলার দামের নেটবুকগুলোয় প্রাথমিকভাবে চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এসব কম্পিউটারে উইন্ডোজ ৮ কখনোই আসবে কি না তা নির্ভর করে একান্তই মাইক্রোসফটের সিদ্ধান্তের উপর।
প্রসঙ্গতঃ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওপেন সোর্স ও ফ্রি হওয়ায় প্রস্তুতকারক কোম্পানিগুলো যে কোনো ডিভাইসে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, যা কমদামে অ্যান্ড্রয়েড-চালিত ফোন ও ট্যাবলেট বিক্রির অন্যতম কারণ। কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল করে দিতে হলে তার জন্য লাইসেন্স কিনতে হবে প্রস্তুতকারক কোম্পানিকে, যার কারণে কম্পিউটারের দাম আরও বেড়ে যাবে।
তবে অনেকেই মনে করছেন, ইনটেল প্রসেসরের কম্পিউটার হওয়ার কারণে ব্যবহারকারীরা হয়তো অ্যান্ড্রয়েড-চালিত অবস্থায় নেটবুক কিনে তাতে পরবর্তীতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।
কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আনার পাশাপাশি স্মার্টফোনেও ইনটেলের চিপ ব্যবহার শুরু হয়েছে। ভারতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইনটেল প্রসেসরের স্মার্টফোন মুক্তি পেয়েছে যেগুলোয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলছে। তবে ২০০ ডলারে অ্যান্ড্রয়েড চালিত নেটবুক আসলে ক্রেতারা সেই দামে ট্যাবলেট কিনবেন নাকি টাচস্ক্রিন সুবিধাসহ ইনটেল নেটবুক কিনবেন, তা বড় ধরনের দ্বিধার ব্যাপার হতে পারে।
ইনটেল জানিয়েছে নেটবুকগুলোর দামের উপরই অনেককিছু নির্ভর করছে। যদি মাইক্রোসফট তুলনামূলক কমদামে উইন্ডোজ ৮ বিক্রি করতে রাজি হয়, যেগুলো টাচস্ক্রিনের জন্য বিশেষভাবে অপটিমাইজড, তাহলে হয়তো দাম কিছুটা বাড়তে পারে। অন্যথায় অ্যান্ড্রয়েডের হাত ধরেই ২০০ ডলার মূল্যের নেটবুক বাজারে আনার জন্য কাজ করবে ইনটেল।
মাত্র ২০০ ডলারে টাচস্ক্রিন সুবিধা-সম্পন্ন অ্যান্ড্রয়েড ল্যাপটপ বাজারে আসলে কিনতে আগ্রহী হবেন কি? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।