৯৯ ডলারের ট্যাবলেট আনতে পারে এসার

এসার ট্যাবলেট

অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জগতে এসার খুব একটা প্রতিষ্ঠিত নাম নয়। যদিও তাদের আইকনিয়া ট্যাবলেট একসময় বেশ জনপ্রিয় ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব, আসুস ট্রান্সফর্মার প্রাইম আর নেক্সাসের দাপটে অনেকটাই ঝিমিয়ে পড়েছে কোম্পানিটি। তবে এখনও কমদামে ট্যাবলেট প্রত্যাশীদের একটি বাজার রয়েছে আর সেটিই এখন ধরতে চাচ্ছে এসার।

৯৯ ডলারে নেক্সাস ট্যাবলেটের কথা আমরা ইতোমধ্যেই জানিয়েছি। যদিও সে ব্যাপারে এখনও নিশ্চিত নই আমরা কেউই, তবুও তাইওয়ানের নতুন সূত্র জানিয়েছে, ৯৯ ডলারে ট্যাবলেট বিক্রির প্রকল্প হাতে নিয়েছে এসার। ডিজিটাইমসের সূত্রমতে, ১.২ গিগাহার্জ প্রসেসর ও ১০২৪ x ৫৫২ পিক্সেল রেজুলশনের এই ট্যাবলেটে সিম কার্ড ঢোকানোর স্লট থাকবে। এফসিসিতে জমা দেয়া কাগজপত্র অনুসারে, এই ট্যাবে মোবাইল কানেক্টিভিটি বিল্ট-ইন থাকবে।

আইকনিয়া বি ১ নামের এই ডিভাইসের দাম সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। কিন্তু স্পেসিফিকেশন অনুসারে ৯৯ ডলারই এর যথার্থ দাম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও ট্যাবলেটের বাজার জমে উঠেছে বলে এসারের মতো কোম্পানিকে ক্রেতা পেতে হলে সত্যিই আকর্ষণীয় দামে এই ট্যাবলেট বিক্রি করতে হবে। আর ৯৯ ডলারই হবে নতুন একটি জেলি বিন চালিত ট্যাবলেটের সবচেয়ে আকর্ষণীয় দাম।

তবে এর সবই এখন পর্যন্ত ধারণা। লো-এন্ড ট্যাবলেটের জন্য কাজ করে যাচ্ছে এসার; এই তথ্য সঠিক। কিন্তু কবে নাগাদ এটি বাজারে আসবে বা এর দাম কতো হবে সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। তবে ভাগ্য ভালো হলে এই জানুয়ারির সিইএস ২০১৩-তেই দেখা দিতে পারে এসারের নতুন ট্যাবলেট।

অন্যান্য