এপ্রিলের শেষেই আসছে এইচটিসি ওয়ান

এইচটিসি

এইচটিসি ওয়ান সাম্প্রতিক সময়ে গ্যালাক্সি এস ৪ ও এক্সপেরিয়া জেড-এর সঙ্গে লড়াইয়ে রয়েছে। অবশ্য ডিভাইসটি এখনও বাজারেই আসেনি। কেবল সর্বশেষ ডিভাইস হিসেবেই এই তিনটি ফোনকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে ধরে নেয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি এইচটিসি জানিয়েছে কবে নাগাদ তাদের নতুন এই চমক বাজারে আসছে।

সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য, জার্মানী ও তাইওয়ানে দুই-এক সপ্তাহের মধ্যেই এইচটিসি ওয়ান মুক্তি পাবে। অন্যদিকে ইউরোপ-আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে এপ্রিল শেষ হওয়ার আগেই এইচটিসি ওয়ানের বিক্রি শুরু হবে বলে এইচটিসি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, এর আগেও বাজারে আসার তারিখ দেয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে এইচটিসি বারবার তারিখ পিছিয়েছে।

এইচটিসির মতে, চাহিদা অত্যধিক তা দেখার পরই এইচটিসি ওয়ান বাজারে আনার তারিখ পিছিয়েছে। সম্ভবত নেক্সাস ৪-এর মতো বাজারে আসার পরপরই বিক্রি শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা এড়াতে চাইছে এইচটিসি। তবে গ্যালাক্সি এস ৪ যেহেতু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়ে গেছে, সেহেতু যতোটা ভাবা হচ্ছে এইচটিসি ওয়ান-এর ততোটা চাহিদা নাও থাকতে পারে। তাছাড়া এপ্রিলের শেষের দিকে গ্যালাক্সি এস ৪-এরও বাজারে আসার কথা রয়েছে যদিও তা আনুষ্ঠানিক নয়। যদি ফোন দু’টো একসঙ্গে বাজারে আসা, তাহলে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড বাজারটা আসলেই বেশ প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠবে।