অনেক প্রতীক্ষা, গুজব আর ফাঁস হওয়া ছবির ছড়াছড়ির পর অবশেষে স্যামসাং অবমুক্ত করলো তাদের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন, ‘গ্যালাক্সি এস ৪।’ নিউ ইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে স্যামসাং নতুন এই ডিভাইসটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর উদ্বোধনী অনুষ্ঠান নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে সরাসরি সম্প্রচার করে।
গ্যালাক্সি এস ৪
অনেকটা গ্যালাক্সি এস ৩-এর মতোই দেখতে ডিজাইনেই তৈরি করা হয়েছে গ্যালাক্সি এস ৪ যা পূর্বে ফাঁস হওয়া ছবিগুলোকে ভুল প্রমাণিত করেছে। এর ৫” সুপার অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে ৪৪১ পিপিআই যা আইফোন ৫-এর চেয়ে বেশি হলেও এইচটিসির নতুন এইচটিসি ওয়ান-এর চেয়ে কিছু কম। যেমনটা ধারণা করা হয়েছিল, এই ডিভাইসের স্ক্রিনে রয়েছে 1,920 x 1,080 পিক্সেল রেজুলেশন বা ফুল এইচডি।
গ্যালাক্সি এস ৪ যেখানে সবাইকে চমকে দিয়েছে সেটি হচ্ছে প্রসেসর। সবাই যেখানে কোয়াড-কোর নিয়ে মাতামাতি করছে, সেখানে আট-কোর বিশিষ্ট এক্সিনস ১.৬/১.৯ গিগাহার্জ প্রসেসর এনে সবাইকে অনেকটাই চুপ করিয়ে দিয়েছে স্যামসাং। তবে সূত্র জানিয়েছে, অক্টা-কোর এক্সিনস ৫ প্রাথমিকভাবে গ্যালাক্সি এস ৪-এ থাকলেও কিছু কিছু দেশে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসর দেয়া হবে। কোন দেশে কোন প্রসেসরের ডিভাইস দেয়া হবে সে সম্পর্কিত তথ্য জানা যায়নি।
গ্যালাক্সি এস ৪-এ ২ গিগাবাইট র্যাম দেয়া হয়েছে। এছাড়াও এটি ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইটের আলাদা আলাদা মডেলে পাওয়া যাবে। প্রত্যেকটি মডেলেই মাইক্রো-এসডি কার্ড সুবিধা রয়েছে।
গ্যালাক্সি এস ৪-এর পেছনে প্রথমবারের মতো দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এবারের মডেলের বিশেষত্ব হচ্ছে দু’টি ক্যামেরা দিয়ে একই সঙ্গে ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও দু’টি ক্যামেরা দিয়ে একসঙ্গে ছবি তুলে তা পরবর্তীতে জোড়া লাগিয়ে ৩৬০ ডিগ্রি ভিউ করার সুবিধাও দেয়া হয়েছে।
অ্যান্ড্রয়েড ৪.২.১-এর কাস্টোমাইজড সংস্করণ দিয়েছে স্যামসাং যেটা চলছে তাদের নিজস্ব ইউজার ইন্টারফেস টাচউইজ-এ। এই অপারেটিং সিস্টেমে স্যামসাং-এর নতুন কিছু সুবিধাও যোগ করা হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো স্মার্ট স্ক্রলিং। যেমনটা আমরা আগেই বলেছিলাম, ব্যবহারকারীরা তাদের চোখের মাধ্যমেই ওয়েবপেজ বা পিডিএফ স্ক্রল করতে পারবেন। সেই সঙ্গে গ্যালাক্সি এস ৩-এ আসা স্মার্ট স্টে ও অন্যান্য সুবিধা তো রয়েছেই।
এয়ার ভিউ নামে আরেকটি সুবিধা যোগ করা হয়েছে যার মাধ্যমে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের উপর টাচ না করে কেবল হোভার করলেই সেই অ্যাপ্লিকেশনের প্রিভিউ দেখতে পাবেন। যেমন কোনো ইমেইল মেসেজের উপর আঙুল হোভার করলে (স্পর্শ না করে) মেইলটির কয়েকটি লাইন দেখা যাবে। একইভাবে কোনো অ্যালবামের উপর হোভার করলে সেই অ্যালবামে থাকা প্রথম ৯টি ছবির প্রিভিউ দেখাবে ইত্যাদি।
এস হেলথ নামে আরেকটি অ্যাপ্লিকেশন জুড়ে দিয়েছে স্যামসাং যার মাধ্যমে আপনাকে স্বাস্থ্য-সচেতন হয়ে উঠতে সাহায্য করবে স্যামসাং। তবে এটি স্যামসাং-এর নিজস্ব কিছু অ্যাক্সেসরিজের সঙ্গে পেয়ার-আপ করে কাজ করবে। তাই কেবল গ্যালাক্সি এস ৪ কিনে ক্রেতারা এস-হেলথ এর সব সুবিধা উপভোগ করতে পারবেন না।
এতসব নতুন সুবিধাকে পাওয়ার জোগানোর জন্য গ্যালাক্সি এস ৪-এ দেয়া হয়েছে ২,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এসব ছাড়াও গ্যালাক্সি এস ৪-এর ইউজার ইন্টারফেসে এবং অ্যাপ্লিকেশন লেভেলে ছোটখাটো আরও অনেক নতুনত্ব আনা হয়েছে যা ব্যবহারকারীদের পছন্দ হবেই বলে মত দিয়েছেন বিভিন্ন রিভিউয়াররা।
দাম
স্যামসাং আনুষ্ঠানিকভাবে দাম সংক্রান্ত কোনো তথ্য জানায়নি। তবে তারা জানিয়েছে, আসছে এপ্রিলের ২৬ তারিখ বিশ্বের ১৫৫টি দেশে ৩২৭টি ক্যারিয়ারের আওতায় বিক্রি শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এস ৪।
গ্যালাক্সি এস ৪-এর দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না হলেও টেকরাডারের সূত্র জানিয়েছে, তারা এর দাম ৭২৫ ডলার (কন্ট্রাক্ট-ছাড়া) হবে বলে ধারণা করছেন।
স্যামসাং গ্যালাক্সি এস ৪ ছিল অনেকটা সর্বশেষ খেলোয়াড়। এইচটিসি ওয়ান, এক্সপেরিয়া জেড আর স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর মধ্যেই এবারের নতুন যুদ্ধটা আবর্তিত। তাই সারাবিশ্ব অপেক্ষায় ছিল স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর জন্য। আর আজ তা অবমুক্ত হলো। এবার দেখার অপেক্ষা আসলেই এই যুদ্ধে কে জয়ী হবে।
পাঠক তো তিনটি ডিভাইস সম্পর্কেই জানলেন, এবার আপনার মতামত জানান। তিনটি ডিভাইসই ক্রয়ক্ষমতার মধ্যে থাকলে আপনি কোনটি বেছে নিতেন?