[ভিডিও] রুট ও অ্যান্ড্রয়েড ৪.০-তে আপডেট করুন Symphony W50

w50

সিমফোনি বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এই জনপ্রিয়তা অর্জনে কতদিন সময় নিয়েছে সেটা নিয়ে গবেষণার প্রয়োজন না থাকলেও একটি কথা মানতেই হবে যে, কমদামে টেকসই চাইনিজ সেটের জন্য তাদের কোনো জুড়ি নেই। সিমফোনি সম্প্রতি কিছু অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন বাজারে আনে যার একটি নিয়ে বিস্তারিত রিভিউ প্রকাশিত হয়েছে অ্যান্ড্রয়েড কথনে। আজ জানাচ্ছি সিমফোনির এক্সপ্লোরার ডব্লিউ৫০ সেটটি রুট ও অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করার পদ্ধতি।

তবে আগেই একটি বিষয় বলে নেয়া ভালো যে, সেটটি আমাদের হাতে নেই আর আমরাও এই পদ্ধতিটি নিজেরা পরীক্ষা করে দেখিনি। ইন্টারনেটে ঘাঁটার সময় আবিষ্কৃত হলো যে, সিমফোনি ডব্লিউ ৫০ এবং মাইক্রোম্যাক্স এ৭৫ সম্পূর্ণ এক সেট। প্রসেসর ছাড়া আর সবগুলো স্পেসিফিকেশন একদমই এক। এমনকি সেটগুলো দেখতেও এক রকম। আমি নিশ্চিত নই, তবে আমার ধারণা এই সেটগুলো চীনের একই কারখানায় উৎপাদিত হয়েছে। পরে বাজারজাত হওয়ার আগে মাইক্রোম্যাক্স ও সিমফোনি এই দু’টি আলাদা ব্র্যান্ড হয়ে এশিয়ার এ প্রান্তে এসে পৌঁছেছে।

তবে ঘটনা যাই হোক, বেশ কয়েকজন সিমফোনি ডব্লিউ৫০ ব্যবহারকারীর কাছে আমরা শুনেছি যে, নিচে দেয়া ভিডিওটি অনুসরণ করে তারা তাদের সেট কেবল রুটই নয় বরং অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করতেও সক্ষম হয়েছেন। অথচ ভিডিওটি তৈরি করা হয়েছে মাইক্রোম্যাক্স এ৭৫ সেট রুট ও আইসিএস-এ আপডেট করার জন্য। নিশ্চিত হওয়ার জন্য সিমফোনি ডব্লিউ৫০ ও মাইক্রোম্যাক্স এ৭৫ সেট দু’টোর স্পেসিফিকেশন দেখলাম। দেখা গেল, দু’টো সেটের হার্ডওয়্যার একেবারেই এক। তাই বিশ্বাস হলো যে, নিচের ভিডিওটি অনুসরণ করে সিমফোনি ডব্লিউ ৫০ রুট ও আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করা সম্ভব।

প্রক্রিয়া শুরুর আগে অবশ্য করণীয় ও জ্ঞাতব্য

  • প্রথমেই এই লেখাটি মনোযোগ দিয়ে বিস্তারিত পড়ুন।
  • নিশ্চিত হয়ে নিন যে আপনি বুঝতে পারছেন এই পদ্ধতিতে সেটের ওয়ারেন্টি চলে যাবে।
  • নিশ্চিত হয়ে নিন যে আপনি বুঝতে পারছেন এই পদ্ধতি অনুসরণে আপনার সেট ব্রিক হওয়ার ঝুঁকি রয়েছে।
  • আইসক্রিম স্যান্ডউইচে যাবার পর কিছু বাগ থাকতে পারে (যেমন ফ্রন্ট ক্যামেরায় সমস্যা করা, ভিডিও কল কাজ না করা ইত্যাদি)। তখন আবার জিঞ্জারব্রেডে ফিরে আসার আপাতত কোনো পদ্ধতি নেই।
  • নিশ্চিত থাকলে ডাউনলোড করে নিন ফ্ল্যাশটুল ও ক্লকওয়ার্কমড রিকভারি, ড্রাইভারসমূহ এবং আইসক্রিম স্যান্ডউইচ রম। এই লিংকগুলো কাজ না করলে ভিডিওটির ইউটিউব পেজের description অংশে দেখুন নতুন কোনো লিংক আছে কি না।
  • কাজ করার সময় ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
  • এবার নিচের ভিডিওটি দেখুন। যেহেতু আমাদের হাতে সেটটি নেই, তাই আমরা ভিডিওটি লেখা আকারে দিচ্ছি না। বারবার ভিডিওটি pause করে সতর্কতার সঙ্গে অনুসরণ করলে কোনো সমস্যা হওয়ার কথা না।
  • অ্যান্ড্রয়েডে ক্লকওয়ার্ডমড, ফ্ল্যাশটুল ইত্যাদি নিয়ে আগে কাজ করার অভিজ্ঞতা না থাকলে এই টিউটোরিয়াল দেখে চেষ্টা করতে যাওয়া যথেষ্টই ঝুঁকিপূর্ণ।

আবারও বলছি, আমরা নিশ্চিত নই যে এটি সব ডব্লিউ৫০ সেটে কাজ করবে কি না। কয়েকজন ডব্লিউ ৫০ ব্যবহারকারী জানিয়েছেন যে, তারা এই ভিডিও দেখে আইসিএস-এ আপডেট করতে পেরেছেন। তাদের কথার ভিত্তিতেই পোস্টটি দেয়া হলো। তাই যারা রুট ও আইসিএস-এ আপডেট করার জন্য মরিয়া হয়ে আছেন, তারা ব্যতীত সাধারণ ব্যবহারকারীদের এই টিউটোরিয়াল ফলো না করার অনুরোধ রইল। সম্পূর্ণ নিজ দায়িত্বে টিউটোরিয়ালটি ফলো করবেন। কোনো সমস্যা হলে অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবে না।

 

কেবল রুট

অনেকেই আইসক্রিম স্যান্ডউইচ ইন্সটল না করে কেবল রুট করতে চাইবেন। তাদের জন্য আরেকটি পদ্ধতি পাওয়া গেছে যা মাইক্রোম্যাক্স এ৭৫-এ কাজ করছে বলে জানা গেছে। যেহেতু উপরের ভিডিওটি অনুসরণ করে কয়েকজন সিমফোনি ডব্লিউ ৫০-এ রুট ও আইসিএস ইন্সটল করতে পেরেছেন, সেহেতু এই পদ্ধতিও কাজে লাগবে বলেই আমার ধারণা। এক্সপার্টরা তাদের সিমফোনি ডব্লিউ ৫০ এখনই রুট করার চেষ্টা করতে পারেন এখান থেকে

যারা ভিডিওটি অনুসরণ করে ঠিকঠাকমতো রুট ও আইসিএস-এ আপডেট করতে পেরেছেন তারা অবশ্যই মন্তব্যের ঘরে মন্তব্য করুন। আর কেউ কোনো সমস্যায় পড়লে ইউটিউব পেজে মন্তব্য করলে যিনি টিউটোরিয়াল তৈরি করেছেন তার কাছ থেকে সাহায্য পেতে পারেন।

গ্রুপ থ্রেড

উপরের পদ্ধতি (ভিডিও) অবলম্বন করে একজন একটু সমস্যায় পড়েছেন। তার সমস্যা নিয়ে অ্যান্ড্রয়েড কথন গ্রুপে আলোচনা চলছে এই থ্রেডে