[ছবি গ্যালারি] আসছে সাদা রঙের নেক্সাস ৪

নেক্সাস ৪ সাদা

নেক্সাস ৪ এখনও অনেকের জন্যই সোনার হরিণ। অনেকের হাতে টাকা নেই, অনেকের টাকা থাকলেও নাগালে নেই গুগলের দারুণ এই ডিভাইস। বিশ্বব্যাপী নেক্সাস ৪-এর ব্যাপক চাহিদা রয়েছে। আর সেই চাহিদা মেটাতে না পারায় এলজিকেও বেশ সমালোচনা শুনতে হচ্ছে যদিও এলজি দুষছে গুগলকে। নেক্সাস ৪ সহজে পাওয়া যাচ্ছে না বলে যারা হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন তাদের আবার আকৃষ্ট করতেই যেন গুগল নিয়ে এসেছে নতুন সাদা রঙের নেক্সাস ৪।

ভিয়েতনামের একটি ওয়েবসাইট সাদা রঙের এই নেক্সাস ৪-এর ছবি প্রকাশ করেছে। তবে এই ডিভাইসে কেবল পেছনের কভারটুকুই সাদা। সামনের অংশ আগের ডিভাইসের মতোই পিচ ব্ল্যাক রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, মূল নেক্সাস ৪-এর সঙ্গে এর তেমন কোনো পার্থক্যই নেই। কেবল পেছনের অংশটুকু বাদে আর বাকি ডিভাইসের পুরোটুকুই সাধারণ নেক্সাস ৪ যা এতোদিনে বারবার বাজারে এসেছে আর স্টক শেষ হয়েছে।

তবে সাদা রঙ দিতে গিয়ে চমকানো ক্রিস্টালের কথা ভুলে যায়নি গুগল/এলজি। তাই উপরের ছবির মতোই সাদা কভারেও চকচকে ক্রিস্টাল নজরে আসবে।

ডিজাইনে কোনো তফাৎ নেই বাজারে বিক্রি হওয়া নেক্সাস ৪ আর এই ছবির নেক্সাস ৪-এর মধ্যে।

প্রযুক্তি পণ্য সাদা হওয়ার একটি বড় অসুবিধা হলো ধূলাবালির সংস্পর্শে এসে তা দ্রুত হলুদ বা কালো বর্ণ ধারণ করে। বিশেষ করে বাংলাদেশের পরিবেশে এটা বেশি হয়। এছাড়াও সাদা ল্যাপটপ, মোবাইল ইত্যাদির প্রতি ব্যবহারকারীদেরও বাড়তি ঝোঁক দেখা যায়। তাই নেক্সাস ৪-এর এই সাদা সংস্করণ যদি বাজারে কখনও আসে, তাহলে তাও দ্রুত ফুরিয়ে যাবে তা অগ্রিম ভবিষ্যৎ বাণী করে দেয়াই যায়।

সাদা নেক্সাস ৪ চান কে কে? প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে আপনার পছন্দের রঙ কোনটি? সাদা নাকি কালো? মন্তব্যের ঘরে আমাদের জানান।