ছবি তোলায় আগ্রহীরা কল্পনা করুন। কেমন হবে যদি আপনার ডিজিটাল ক্যামেরা থেকেই ফেসবুক, ইন্সটাগ্রামের মতো বিভিন্ন সোশাল নেটওয়ার্কে ছবি আপলোড করা যায়? কেমন হবে যদি অবসর সময়ে আপনার ক্যামেরায় বসেই গেমস খেলা যায় এবং আরও বিভিন্ন কাজ করা যায়? কেমন হবে, যদি আপনার ক্যামেরা সাপোর্ট করে গুগল প্লে স্টোরের হাজার হাজার অ্যাপ্লিকেশন?
ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি নিকন ঠিক সেই কল্পনাটিই বাস্তবে রূপ দিয়েছে। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা, কুলপিক্স এস৮০০সি।
সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড-চালিত এই পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল রেজুলেশন ও ১০এক্স অপটিক্যাল জুম সুবিধা। এতে ব্যবহৃত হয়েছে NIKKOR লেন্স। সেকেন্ডে ৮টি ফ্রেম স্থিরচিত্র তুলতে সক্ষম ক্যামেরাটিতে অন-বোর্ড মেমোরি স্টোরেজ রয়েছে ২ গিগাবাইট। সেইসঙ্গে ভিডিও রেকর্ড করা যাবে ১০৮০পিক্সেল রেজুলেশনে। আর অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড ব্যবহার করা হয়েছে এর অপারেটিং সিস্টেম হিসেবে।
অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই কুলপিক্স এস৮০০সি থেকে গুগল প্লে স্টোরে অ্যাক্সেস করা যাবে এবং ডাউনলোড করা যাবে প্রচুর অ্যাপ্লিকেশন। শখের ফটোগ্রাফারদের জন্য এই তালিকায় থাকতে পারে ফেসবুক, গুগল প্লাস, ইন্সটাগ্রাম, ফ্লিকআর ইত্যাদি। সেইসঙ্গে মোবাইলেই ছবি সম্পাদনার বিভিন্ন অ্যাপ্লিকেশনও কাজ করবে এতে যার ফলে কম্পিউটার ছাড়াই ক্যামেরাটি থেকে সাধারণ সম্পাদনার কাজও করতে পারবেন ব্যবহারকারীরা। আর ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য রয়েছে ওয়াই-ফাই (৮০২.১ বি/জি/এন) সুবিধা।
ক্যামেরাটিতে ৩.৫ ইঞ্চি ওএলইডি স্ক্রিন দেয়া হয়েছে। এর ইউজার ইন্টারফেস অনেকটা অন্যান্য জিঞ্জারব্রেড ফোনের মতো হলেও নিকন নিজস্বভাবে কিছু ডিজাইনও সম্পাদন করেছে। এর পাশাপাশি নিকনের নিজস্ব পিকচারটাউন অ্যাপ্লিকেশনও জুড়ে দেয়া হয়েছে যেখানে ব্যবহারকারীরা তাদের ছবি আপলোড করতে পারবেন। সেইসঙ্গে রয়েছে অ্যাসিসটেড-জিপিএস যার মাধ্যমে আপনি আপনার ছবির ভৌগোলিক অবস্থান সম্পর্কিত তথ্যও জুড়ে দিতে পারবেন (জিওট্যাগ)।
গ্যাজেট বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ৩৫০ ডলারে বিক্রি হতে পারে বিশ্বের প্রথম এই অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা। যদি এটি বাজার মাত করতে পারে, তাহলে হয়তো এবার স্মার্টফোনের পর “স্মার্ট ক্যামেরা”র যুগ শুরু হতে যাচ্ছে।
অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা নিয়ে আপনার কী মত?