এলো প্রথম ফেসবুক ফোন, এইচটিসি ফার্স্ট

এইচটিসি ফার্স্ট

ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে তাদের প্রথম অ্যান্ড্রয়েড হোম, ফেসবুক হোম। মূলত একটি লঞ্চার হিসেবে মুক্তি পেতে যাচ্ছে এই ফেসবুক হোম যেটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের নিজস্ব ডিভাইসে ইন্সটল করতে পারবেন। কিন্তু সেখানেই থেমে যায়নি ফেসবুক। গুজব যেমনটা শোনা যাচ্ছিল, ঠিক তেমনিভাবে ফেসবুক এইচটিসির সঙ্গে মিলে বাজারে এনেছে প্রথম ফেসবুক ফোন, এইচটিসি ফার্স্ট!

এটিঅ্যান্ডটি’র ৪জি এলটিই নেটওয়ার্কের আওতায় মাত্র ৯৯.৯৯ ডলারে আগামী ১২ই এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা এই ডিভাইস কিনতে পারবেন। এইচটিসি ফার্স্ট-এ ফেসবুক হোম লঞ্চারটি বিল্ট-ইন রয়েছে। অর্থাৎ, অন্যান্য অ্যান্ড্রয়েডে যেমন আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন ফেসবুক হোম, এইচটিসি ফার্স্ট-এ তেমনটা নয়। এমনকি এই ডিভাইসে যাবতীয় সিস্টেম নোটিফিকেশনও ম্যানেজ করবে ফেসবুকের নোটিফিকেশন সিস্টেম।

এইচটিসি ফার্স্ট

এইচটিসি ফার্স্ট-এর ফেসবুক হোম ইন্টারফেস ও এর সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের আগের পোস্ট, ফেসবুক হোম-এ। এখানে চলুন জেনে নেয়া যাক হার্ডওয়্যারে কী কী রয়েছে এই নতুন ফোনে।

এইচটিসি ফার্স্ট-এ দেয়া হয়েছে ৪.৩ ইঞ্চি ৭২০পি এইচডি ডিসপ্লে ও ১.৪ গিগাহার্জ ডুয়েল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর। এছাড়াও এতে থাকছে ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট নেই। ১ গিগাবাইট র‌্যাম সম্পন্ন এই ফোনে চলছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন।

অবশ্য জেলি বিনের স্বাদ ব্যবহারকারীরা পাবেন না বললেই চলে। কেননা, এতে চলবে ফেসবুক হোম। তাই পুরো ইন্টারফেসই আপনার কাছে নতুন মনে হবে। সারাক্ষণই মনে হবে আপনি ফেসবুক ব্যবহার করছেন, ফোন নয়।

বাংলাদেশের বাজারে এই ফোন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবুও যদি কোনোভাবে চলেই আসে, এই ফোন কিনতে উৎসাহী হবেন কে কে?