স্মার্টফোন, ট্যাবলেট ডিভাইস ও তারপর ক্যামেরা। এবার সবশেষে গেমিং কনসোলেও চলে এলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩-তে এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত বহনযোগ্য গেমিং কনসোল প্রজেক্ট শিল্ড-এর, যা এ বছরই প্রথমার্ধে বাজারে আসবে বলে বলা হয়েছে।
এর আগে এনভিডিয়া নতুন প্রজন্মের মোবাইল প্রসেসর টেগরা ৪ সম্পর্কে ঘোষণা দেয় যা নিয়ে অ্যান্ড্রয়েড কথনে আলাদা পোস্ট প্রকাশিত হয়েছে। টেগরা ৩ এর তুলনায় দ্বিগুণেরও বেশি ক্ষমতাসম্পন্ন এই প্রসেসরই ব্যবহৃত হয়েছে প্রজেক্ট শিল্ড গেমিং কনসোলে। বহনযোগ্য বা পোর্টেবল এই ডিভাইসকে মোটেই কম ক্ষমতাসম্পন্ন ভাবার উপায় নেই। কেননা, টেগরা ৪ প্রসেসর থাকার কারণে এর মাধ্যমে পোর্টেবল গেমে নতুন যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছে এনভিডিয়া।
কী আছে প্রজেক্ট শিল্ড-এ
শক্তিশালী এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর যার ক্ষমতা সম্পর্কে খানিকটা ধারণা দেয়া হয়েছে এর আগে প্রকাশিত পোস্টে।
স্ক্রিনে গেম খেলতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য প্রজেক্ট শিল্ড হতে পারে দারুণ একটি কনসোল। দেখতেই পাচ্ছেন, আসল গেমিং-এর স্বাদ দিতে এর সঙ্গেই রয়েছে গেমিং কন্ট্রোলার। এনভিডিয়ার ভাষ্যে, “এভাবেই গেম খেলার কথা ছিল!”
কন্ট্রোলার বিল্ট-ইন রয়েছে বলে স্ক্রিনে টাচ সুবিধা দিতে ভুলে যায়নি এনভিডিয়া। ৫ ইঞ্চি আকারের ৭২০পি এইচডি রেটিনাল ডিসপ্লে দেয়া হয়েছে প্রজেক্ট শিল্ড-এ যা মাল্টিটাচও সাপোর্ট করবে।
গেমিংয়ের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তোলে এর সাউন্ড। পোর্টেবল ডিভাইসে আসল গেমের সাউন্ড এতোদিন মিস করলে প্রজেক্ট শিল্ড আপনাকে নতুন কিছু দেবে যা আপনি এর আগে কখনোই উপভোগ করেননি, এমনটাই দাবি এনভিডিয়ার।
ওয়্যারলেস/ওয়াই-ফাই গেমিং-এর জন্য দারুণ একটি কনসোল হতে যাচ্ছে এই শিল্ড। আর ছোট্ট স্ক্রিনে স্বাদ না মিটলে এইচডিএমআই পোর্টের মাধ্যমে তা বড় স্ক্রিনে লাগিয়ে নিতে পারবেন সহজেই। ফলে, বহনযোগ্য অথচ পূর্ণ গেমিং এক্সপেরিয়েন্স দিতে সমর্থ কনসোল হয়ে উঠবে প্রজেক্ট শিল্ড।
আর হ্যাঁ, এর সবই চলছে আমাদের সবার প্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জেলি বিন সংস্করণে! ফলে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দের গেম বা অ্যাপ্লিকেশনগুলোও ডাউনলোড করে নিতে পারবেন।
এনভিডিয়া জানিয়েছে, অ্যান্ড্রয়েড গেমিং-এর পাশাপাশি জিফোর্স জিটিএক্স কার্ড সমৃদ্ধ কম্পিউটারের সঙ্গে সংযোগ দিয়েও গেম স্ট্রিম করা যাবে এই শিল্ডে। জনপ্রিয় যেসব গেম চলবে তার মধ্যে রয়েছে পোর্টাল ২, ব্যাটলফিল্ড ৩, অ্যাসাসিন’স ক্রিড ৩ ও স্কাইরিম।
২০১৩ সালের দ্বিতীয় কোয়ার্টারেই প্রজেক্ট শিল্ড বাজারে সহজলভ্য হবে বলে জানিয়েছে এনভিডিয়ার প্রেস বিজ্ঞপ্তি। দাম সংক্রান্ত কোনো তথ্য এখনও জানা না গেলেও এতটুকু নিশ্চিত যে, গেমারদের মধ্যে বিপুল সাড়া ফেলতে ব্যর্থ হবে না এনভিডিয়ার এই অ্যান্ড্রয়েড চালিত গেমিং কনসোল। আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন প্রজেক্ট শিল্ড-এর অফিসিয়াল ওয়েবসাইট।
প্রজেক্ট শিল্ড নিয়ে আপনার কী মতামত?