গ্যালাক্সি নোট ৩ অবমুক্ত করার ঘোষণা দিল স্যামসাং

গ্যালাক্সি সিরিজের অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় স্যামসাং অচিরেই বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফ্যাব্লেট ডিভাইস গ্যালাক্সি নোট ৩। ইতোমধ্যে অ্যানড্রয়েড কথনে গ্যালাক্সি নোট ৩ নিয়ে বেশ কয়েকটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তবে ডিভাইসটি কবে স্যামসাং অবমুক্ত করবে এ সংক্রান্ত কোন সুনির্দিষ্ট তথ্য এতদিন পাওয়া না যাওয়ায় স্যামসাং নিজেই সেই ধোঁয়াশা দূর করেছে।

অতি সম্প্রতি স্যামসাং তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফ্যাব্লেট অবমুক্ত করনের সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছে। “Unpacked 2013 Episode 2” নামধারী অবমুক্তকরনের এই ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ৪ঠা সেপ্টেম্বর জার্মানির বার্লিনে। প্রায় একই সময়ে IFA 2013 expo অনুষ্ঠিত হবার কথা রয়েছে বিধায় এর দুদিন আগেই স্যামসাং তাদের ডিভাইসটি অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে যা অ্যান্ড্রয়েড কথন  টিম আগেই অনুমান করেছিল। ডিভাইসটি অবমুক্ত হলে এটি নিঃসন্দেহে IFA 2013 expo এর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে ধরে নেয়া যায়।

স্যামসাং এর তৃতীয় প্রজন্মের এই ফ্যাব্লেটটিকে ঘিরে ইতোমধ্যে নানা ধরনের গুজব চালু রয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের রিপোর্টে দাবি করেছে স্যামসাং তাদের নতুন এই ডিভাইসটির ডিসপ্লে সাইজ কি হবে সেটি এখনও নির্ধারণ করেনি। অপর কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন এই ফ্যাগশিপ ডিভাইসটির শক্তি যোগাতে ব্যাবহার করা হয়েছে  Exynos 5420 Octa চিপ। এছাড়াও গুজব রয়েছে, স্যামসাং এর নতুন চিপ Exynos 5420 Octa যথেষ্ট শক্তিশালী হওয়া সত্বেও ব্যাবহারকারীদের সুবিধার্থে স্যামসাং নোট ৩ এর একটি আল্টারনেটিভ ভার্শন পরবর্তীতে বাজারে আনতে পারে যাতে থাকবে Snapdragon 800 চিপ।

ডিভাইস অবমুক্তকরনের এই ইভেন্ট টি স্যামসাং YouTube পেইজ এর মাধ্যমে সরাসরি প্রচার করবে। বছর শেষের দ্বারপ্রান্তে স্যামসাং এর নতুন এই ডিভাইসটি অবমুক্ত হলে স্মার্টফোন জগতে বেশ জোরালো সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস। এখন কেবল দেখার অপেক্ষা প্রতিদ্বন্দ্বী অন্যান্য টেক জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাংকে মোকাবেলার জন্য নতুন কি নিয়ে হাজির হয়। কাজেই অ্যানড্রয়েড সম্পর্কিত সর্বশেষ খবর এবং বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন অ্যান্ড্রয়েড কথন এর ফেসবুক পাতায়।