অ্যাপলের দুর্দিনঃ স্যামসাং অ্যাপলের পণ্য নকল করেনি তা আরও স্পষ্টভাবে প্রচারের নির্দেশ (আপডেট)

আপডেটঃ বৃটেনের প্রভাবশালী দৈনিক দি গার্ডিয়ানে আজ অ্যাপল আদালতের রুলিং অনুযায়ী বিজ্ঞাপন দিয়েছে। বিস্তারিত পোস্টের শেষের অংশে।

মাত্র কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম অ্যাপলের হতাশাজনক কথা। যুক্তরাজ্যের আদালতের রায় মাথা পেতে মেনে নিয়ে অ্যাপল তাদের যুক্তরাজ্যের সাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে যে, আদালতের রায় অনুসারে অ্যাপলের কোনো পণ্যের ডিজাইন স্যামসাং-এর অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোতে নকল করা হয়নি বা অ্যাপলের কোনো পেটেন্টও অবৈধভাবে ব্যবহৃত হয়নি। অ্যাপল তাদের সাইটে এই বিজ্ঞপ্তি দেয় বটে, কিন্তু তা ওয়েবসাইটের একেবারে নিচে ছোট একটি লিংক দেয়া হয়। আর সেই লিংকে ক্লিক করলে যে পাতা আসে, সেখানে অ্যাপলের লোগো বা কিছুই নেই। মনে হয় যেন একটি সাদা পৃষ্ঠায় কেউ কিছু লিখে রেখেছে।

আরও পড়ুনঃ অ্যাপল তাদের সাইটে স্বীকার করতে বাধ্য হলো স্যামসাং তাদের পণ্যের ডিজাইন নকল করেনি

বিষয়টা কেবল আমাদের কাছেই খটকা লাগেনি; লেগেছে বিচারকদের কাছেও। তাই যুক্তরাজ্যের আদালত অ্যাপলকে এক জরুরি ঘোষণায় ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সাইটের নোটিশ পরিবর্তন করে তা প্রথম পাতায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে।

দি গার্ডিয়ান সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের আদালতের তিন বিচারক অ্যাপলকে তাদের ওয়েবসাইটে ও কিছু সংবাদপত্রে আদালতের রায় প্রকাশ করার নির্দেশ দিলে প্রথমবার অ্যাপল আপিল করে। কিন্তু সেই আপিল নাকচ হয়ে যাবার পর অ্যাপল তাদের সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয়। কিন্তু বিচারকরা বলছেন, অ্যাপলকে যেভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছিল, অ্যাপল সেভাবে প্রকাশ করেনি।

তাই বিচারকরা অ্যাপলকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে অ্যাপলকে তাদের লেখা বিবৃতি পরিবর্তন করে আরও স্পষ্টভাবে লিখতে হবে এবং হোমপেজে লিংক না দিয়ে প্রথম পাতায়ই এই নোটিশ লিখে দিতে হবে যাতে ভিজিটররা যুক্তরাজ্যের অ্যাপল সাইটে ঢোকামাত্রই তা দেখতে পারেন।

অ্যাপলের নিজস্ব সাইটের পাশাপাশি ফিন্যান্সিয়াল টাইমস, দি গার্ডিয়ান, ডেইলি মেইল, টি৩ ম্যাগাজিন এবং মোবাইল ম্যাগাজিনেও বিজ্ঞাপন আকারে একই ‘ক্ষমা প্রার্থনা’ প্রকাশ করারও নির্দেশ দিয়েছে অাদালত।

অবশ্য অ্যাপল জানিয়েছে, বিবৃতি পরিবর্তন করতে তাদের ন্যূনতম ১৪ দিন লাগবে। আদালতে অ্যাপলের প্রতিনিধি এ কথা বলার পর বিচারকদের একজন তা মানেননি এবং ৪৮ ঘণ্টার মধ্যেই বিবৃতি আরও স্পষ্টভাবে লিখে তা অ্যাপলের যুক্তরাজ্য ওয়েবসাইটের প্রথম পাতায় প্রকাশের নির্দেশ দিয়েছে।

আপডেট

আদালতের নির্দেশানুযায়ী ১১ পয়েন্ট এরিয়াল ফন্টেই বিজ্ঞাপনটি প্রকাশ করতে দিয়েছে অ্যাপল।

অ্যাপল অবশেষে যুক্তরাজ্যের দি গার্ডিয়ান পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। তারা তাদের ওয়েবসাইটে লেখা তথ্যটিই পত্রিকায় দিয়েছে তবে সাইটের শেষের অংশে থাকা লেখাটুকু বাদ দেয়া হয়েছে। এই অংশে অ্যাপল বলেছিল, যুক্তরাজ্য ছাড়া অন্যান্য দেশে অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করার দায়ে স্যামসাংকে জরিমানা করা হয়েছে। কিন্তু আদালত তাতে অ্যাপলকে লেখা পরিবর্তন করার জন্য ৪৮ ঘণ্টার নোটিশ দেয়। অ্যাপল এখনও তাদের সাইটের লেখা আপডেট না করলেও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে সেই অংশটুকু বাদ দিয়েছে।