গুগল স্ট্রিট ভিউতে বাংলাদেশ

streetview

অবশেষে গুগল ম্যাপসের স্ট্রিট ভিউতে যুক্ত হলো বাংলাদেশের ছবি। গুগল ম্যাপসের গাড়ি বাংলাদেশে এসে চিত্র গ্রহণ করে যাওয়ার প্রায় দুই বছর পর গুগল ম্যাপসে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের ছবি।

গুগল ম্যাপসে অনেক আগে থেকেই ‘গুগল আর্থ’ নামের একটি অপশন রয়েছে, যেটি গুগল আর্থ নামের আলাদা সফটওয়্যারের মাধ্যমেও ব্যবহার করা যায়। এগুলো সাধারণত স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবি দেখিয়ে থাকে। সেই তুলনায় স্ট্রিট ভিউ’র ছবি অনেক বাস্তবধর্মী। কেননা, গুগলের বিশেষভাবে ক্যামেরা দ্বারা সজ্জিত গাড়ির মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি ধারণ করা হয়। ফলে ব্যবহারকারীরা রাস্তায় হাঁটার মতো করেই স্ট্রিট ভিউতে ছবি দেখতে পারেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের স্ট্রিট ভিউ ছবি অনেক আগেই গুগলে যোগ করা হয়েছে। তবে এবারই প্রথম স্ট্রিট ভিউতে দেখা মিলছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন রাস্তাঘাট। গুগল স্ট্রিট ভিউতে বাংলাদেশের রাস্তা ঘুরে দেখতে গুগল ম্যাপসে গিয়ে পছন্দের যে কোনো স্থানের ঠিকানা দিয়ে সার্চ করুন। সার্চের ফলাফল পাতায়ই নিচের স্ক্রিনশটের মতো স্ট্রিট ভিউ অপশন পাবেন যেখানে ক্লিক করলেই ঢুকতে পারবেন গুগল স্ট্রিট ভিউ মোডে।

invoke

তো এখনই ভিজিট করুন গুগল ম্যাপস আর নিজের চির পরিচিত এলাকাগুলো দেখে নিন গুগলের ক্যামেরায় (যদিও এগুলো বছরখানেক আগের ধারণকৃত ছবি)!