আগামী প্রজন্মের নানা প্রযুক্তিতে ইনটেল (ভিডিও)

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজিউমার ইলেকট্রনিক্স শো পুরোদমে জমে উঠেছে। নাম না জানা নানা কোম্পানি থেকে শুরু করে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন পণ্যের প্রদর্শনী, ঘোষণা ও কিনোটে এখন জমজমাট সিইএস আসর। এরই মধ্যে প্রায় শ’খানেক নতুন নতুন পণ্য ও প্রযুক্তির দেখা পেয়ে গেছেন প্রযুক্তি সংবাদকর্মীরা। আর তারই মধ্যে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে যে কিনোট, সেটি ছিল ইনটেলের।

প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানের এবারের কিনোটে ছিল তাদের নতুন রিয়েলসেন্স প্রযুক্তির ডেমো। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী ড্রোন এবং কীভাবে ইনটেলের নতুন এই প্রযুক্তি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের সাহায্যে আসতে পারে তার ডেমোসহ আগামী প্রজন্মের নানা প্রযুক্তির এক ঝলক দেখিয়ে দিলো ইনটেল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দি ভার্জ-এর সৌজন্যে নিচের ভিডিওতে দেখে নিন এক নজরে ইনটেলের সিইএস ২০১৫ আসরে দেয়া কিনোটের গুরুত্বপূর্ণ অংশগুলো।

সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় যখন রাস্তার যানজটে মানুষ ও যানবাহনের সঙ্গে যুক্ত হবে আকাশে ড্রোন!