ড্রিমওয়ার্কস আনছে ছোটদের জন্য ‘ড্রিমট্যাব’

ড্রিমট্যাব

ড্রিমওয়ার্কসের নাম হয়তো সবাই শুনে থাকবেন। ছোট বড় সবার মন জয় করে নেয়া বেশ কিছু অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেছে ড্রিমওয়ার্কস। এবার ছবির জগৎ থেকে তাদের কার্যক্রম আরেকটু সম্প্রসারিত করে ছোটদের জন্য ট্যাবলেট ডিভাইস তৈরিতে মনোযোগ দিচ্ছে তারা। জানা গেছে, ফুহু নামের একটি কোম্পানির সঙ্গে এ কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ড্রিমওয়ার্কস।

সংবাদমাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, “ড্রিমট্যাব” নামের ছোটদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেট ৩০০ ডলারের নিচেই পাওয়া যাবে। ৮-ইঞ্চি আকারের এই ট্যাবলেটে ড্রিমওয়ার্কসের বিভিন্ন জনপ্রিয় চরিত্রদের দিয়ে নিয়মিত আপডেট করা হবে। ছোটদের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা বিভিন্ন আপডেট সরাসরি এসব ট্যাবলেটে সরবরাহ করা হবে। অন্যান্য অ্যাপ বা গেমসেও জনপ্রিয় সব অ্যানিমেটেড ছবির চরিত্রদের দেখা গেলেও পার্থক্য এটাই যে, ড্রিমট্যাবের ক্ষেত্রে চরিত্রগুলোর আসল উদ্ভাবকরাই ড্রিমট্যাবের জন্য এসব কন্টেন্ট তৈরি করবেন।

কন্টেন্টের উদাহরণ দিতে গিয়ে ড্রিমওয়ার্কসের অ্যানিমেশন প্রডিউসার ন্যান্সি বার্নস্টেইন জানান, এসব কন্টেন্ট হবে ট্যাবলেটের ইউজার ইন্টারফেসের সঙ্গে জড়িত। যেমন, কখন ট্যাবলেট বন্ধ হবে, অভিভাবকরা সেটা ঠিক করে দিয়ে গেলে সেই সময়ে ড্রিমট্যাবে ড্রিমওয়ার্কসের জনপ্রিয় চরিত্র “শ্রেক” উপস্থিত হবে এবং ব্যবহারকারীকে ট্যাবলেটটি বন্ধ করতে অনুরোধ জানাবে। এর মাধ্যমে ছবির চরিত্রগুলোর সঙ্গে ছোটদের ইন্টার‌্যাকশনও বাড়বে।

এসবের পাশাপাশি ড্রিমট্যাব বাচ্চাদের আঁকাআকিতেও উৎসাহিত করবে। আঁকাআকি শেখাতে ড্রিমওয়ার্কসের নিজস্ব লেসনও থাকবে এই ট্যাবলেটে। এর সঙ্গে ড্রিমওয়ার্কস আর্টিস্টরা যে স্টাইলাস প্রযুক্তি ব্যবহার করেন, ঠিক সেই প্রযুক্তিই দিয়ে দেয়া হবে। তবে ওয়াকম স্টাইলাস ট্যাবলেটের সঙ্গেই দেয়া থাকবে নাকি আলাদা কিনতে হবে সে ব্যাপারে তথ্য জানা যায়নি।

ছোটদের জন্য উপযোগী করে তৈরি করা হলেও একেবারেই ‘চাইল্ড প্যাড’ না ড্রিমট্যাব। ড্রিমওয়ার্কস-এর দাবি, আইপ্যাডের মতোই কম্পিউটিং পাওয়ার রয়েছে ড্রিমট্যাবে। ৮-ইঞ্চি আকারের এই ট্যাবলেট ও ড্রিমওয়ার্কস-ব্র্যান্ডেড হেডফোনসহ অন্যান্য অ্যাক্সেসরিজ মার্চ-এপ্রিলের দিকে বাজারে আসবে বলে জানা গেছে। পাশাপাশি ১২-ইঞ্চির আরেকটি সংস্করণ নিয়েও কাজ চলছে বলে কোম্পানিটি জানিয়েছে।

প্রিয় টেক