শিগগিরই গুগল প্লাস প্রোফাইল ছবি দেখাবে অ্যান্ড্রয়েড কলার আইডিতে

গুগল প্লাস

কেমন হবে, যদি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ফোনের কলার আইডি হিসেবে সেই ব্যবহারকারীর ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে? অথবা, আপনার নতুন নম্বর বন্ধুদের মোবাইলে না থাকার পরও আপনি ফোন করলে যদি তাদের ফোনে আপনার ছবি দেখা যায়? ঠিক তেমনটাই কার্যকর করতে চলেছে গুগল। সম্প্রতি গুগলের এক কর্মকর্তা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট চালিত ফোনে শিগগিরই নতুন এই গুগল প্লাস কলার আইডির সুবিধাটি চালু করা হবে।

গুগলের সোশাল নেটওয়ার্কি সার্ভিস গুগল প্লাস গুগল একে একে তাদের সার্চ, জিমেইল, গুগল প্লে স্টোরসহ বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেট করে দিয়েছে। অ্যান্ড্রয়েডই বা বাদ যাবে কেন! তাই এই নতুন সেবাটি চালু হলে আপনার ভেরিফাইড ফোন নম্বর থেকে ফোন করলে যার কাছে ফোন করবেন তিনি আপনার গুগল প্লাস প্রোফাইলে থাকা ছবি দেখতে পাবেন।

গুগলের দেয়া তথ্যমতে, সেবাটি আগামী বছরের শুরুর দিকেই কিটক্যাট-চালিত ফোনগুলোয় চালু করা হবে।

অবশ্য এখানে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যদিও গুগল এসব ফোন নম্বরকে গুগল প্লাসের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে, আপনি চাইলে এই লিংক থেকে ডিসকভারি অফ করে দিতে পারেন। তাহলেই আর কাউকে ফোন করলে আপনার নম্বরের সঙ্গে সঙ্গে আপনার চেহারাও তার ফোনে পৌঁছে যাবে না!

গুগলের ব্যতিক্রমী এই কলার আইডি সুবিধাটি নিয়ে আপনার কী মত?