গুগল কয়েক সপ্তাহ আগে তাদের নেক্সাস ফোন এলজি “নেক্সাস ৪” এর দাম কমিয়ে আনে। ১০০ ডলার কমানোর পর মাত্র ১৯৯ ডলারে ফোনটির ৮ গিগাবাইট ইউনিট বিক্রি হয়। কিন্তু দ্রুতই ৮ গিগাবাইটের সব ইউনিট বিক্রি শেষ হয়ে যায়। এরপর প্রায় আড়াইশ’ ডলারে ১৬ গিগাবাইট ইউনিটের বিক্রি চলতে থাকলেও এখনও যারা কিনতে পারেননি, তাদের জন্য দুঃসংবাদ। জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টক ফুরিয়ে গেছে নেক্সাস ৪-এর।
গুগলের এই নেক্সাস ফোনটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে এর তুলনামূলক কমদামের কারণে। যদিও প্রথমদিকে বারবার স্টক ফুরিয়ে যাওয়া অনেক গ্রাহককেই নির্ধারিত সময়ের অনেক পরে ডেলিভারি দেয়া হয়েছে, তবুও এর জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। এ কারণেই দাম কমানোর পর গুগল প্লে স্টোরের স্টক থেকে নেক্সাস ৪-এর দু’টি ইউনিটই যুক্তরাষ্ট্রে বিক্রি শেষ হয়ে গেছে।
এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গুগল এই মুহূর্তে নেক্সাস ৪ আর তৈরির কোনো পরিকল্পনা করছে না। তবে সূত্রটি প্রথম প্রজন্মের নেক্সাস ৪-এর ব্যাপারে এই তথ্য প্রকাশ করেছে। গুগল হয়তো নেক্সাস ৪-এর আপডেটেড সংস্করণ নিয়ে কাজ করছে। অথবা ইতোমধ্যেই একাধিকবার ফাঁস হওয়া ফোন নেক্সাস ৫ দিয়েই হয়তো নেক্সাস ৪-এর সমাপ্তি টানবে গুগল। কিন্তু এক সময়ের জনপ্রিয় এই ফোনটি গুগলের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা আর পাচ্ছেন না।
(ভিডিও: ফাঁস হলো নেক্সাস ৫-এর ভিডিও)
এখানে উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের প্লে স্টোরে বিক্রি শেষ হলেও অন্যান্য দেশে এখনও কিছু ইউনিট সহজলভ্য রয়েছে। এছাড়াও প্লে স্টোর ব্যতীত অন্যান্য খুচরা বিক্রেতাদের কাছেও নেক্সাস ৪ এর ইউনিট রয়েছে। ঢাকার বাজারেও বসুন্ধরা সিটিসহ বেশ কিছু শপিং মলে নেক্সাস ৪ পাওয়া যাচ্ছে। কিন্তু গুগলের মূল্যছাড়ে নেক্সাস ৪ তারা কেউই বিক্রি করতে পারছেন না বলে দামটা আগের মতোই রয়ে গেছে।
এখন দেখার বিষয় হলো, নেক্সাস ৪ আরও শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে ফিরে আসে নাকি নেক্সাস ৫-এর সূচনা দিয়েই নেক্সাস ৪-কে বিদায় জানায় গুগল।
আপনার কী ধারণা? নেক্সাস ৪-কে কি চিরতরে বিদায় দিতে যাচ্ছে গুগল?