বর্তমান সিমেই ৩জি সুবিধা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

grameenphone 3G

দেশের ইতিহাসের সবচেয়ে বড় নিলামে অপ্রতিদ্বন্দ্বিতায় ১০ মেগাহার্টজ ৩জি স্পেকট্রাম কিনে নেয়ার পর গ্রামীণফোন সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী মাসের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় ৩জি ইন্টারনেট সুবিধা চালু করা হবে। আর গ্রাহকদের ৩জি সুবিধা পেতে নতুন সিম নিতে হবে না। বর্তমান সিমেই ৩জি ইন্টারনেটের সুবিধা পাবেন বলে নিশ্চিত করেছে গ্রামীণফোন।

তবে এ জন্য গ্রাহককে ৩জি প্যাকেজ নিতে হবে। ৩জি প্যাকেজ চালু হলেই গ্রাহক তার বর্তমান সিমেই ৩জি সেবার গ্রাহকে পরিণত হবেন।

অক্টোবরের পর নভেম্বরে ঢাকা জেলার নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ অন্যান্য এলাকায় এবং বছরের শেষ নাগাদ সাতটি বিভাগীয় শহরেই ৩জি ইন্টারনেট সুবিধা চালু করার আশা প্রকাশ করেছেন গ্রামীণফোনের নির্বাহী প্রধান বিবেক সুদ। তিনি আরও আশা প্রকাশ করেছেন, ২০১৪ সালের মার্চ নাগাদ সব জেলার গ্রাহকরা ৩জি ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।

দেশের সবচেয়ে বড় এই টেলিকম অপারেটর অনেক আগে থেকেই ৩জি ইন্টারনেট সেবা চালুর জন্য কাজ করে আসছে বলে নিলাম জেতার পর এত দ্রুত সেবা চালু করা সম্ভব হবে বলেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা।

বর্তমান সিমেই ৩জি সুবিধা চালু হওয়ার ফলে অনেক স্মার্টফোন ব্যবহারকারীরাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বিশেষ করে ব্র্যান্ডেড ফোনের সিঙ্গল সিম সুবিধা-সম্পন্ন স্মার্টফোন ব্যবহারকারীরা এতে সবচেয়ে উপকৃত হবেন। গ্রামীণফোনের ক্ষেত্রে সিম পরিবর্তন করা না লাগলেও অন্যান্য অপারেটরদের কাছ থেকে এ সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি। যদি এয়ারটেল, রবি বা বাংলালিংক গ্রাহকদের ৩জি সেবার জন্য নতুন সিম নিতে হয়, তাহলে এদিক দিয়ে শুরুতেই অনেক এগিয়ে থাকবে গ্রামীণফোন।

৩জি ইন্টারনেট সুবিধা চালু হওয়া নিয়ে অ্যান্ড্রয়েড কথনের ভোটে অংশ নিয়ে আমাদের জানান কোন অপারেটরের ৩জি সেবা ব্যবহার করতে ইচ্ছুক।

সূত্রঃ বিডিনিউজ২৪