ভোটঃ কোন অপারেটরের ৩জি ইন্টারনেট সেবা নিতে ইচ্ছুক?

৩জি ইন্টারনেটঅবশেষে বহুল প্রতীক্ষিত ৩জি সেবা বেসরকারী অপারেটরগুলোও দিতে যাচ্ছে। সিটিসেল ব্যতীত অন্য সবক’টি মোবাইল ফোন অপারেটর ৩জি নেটওয়ার্কের লাইসেন্স পেতে যাচ্ছে বলে আজ জানা গেছে। আর্থিক কারণে প্রাথমিকভাবে সিটিসেল ৩জি সেবা চালু করতে পারছে না।

এর আগে আরেকটি সূত্র অ্যান্ড্রয়েড কথন-কে জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যেই সবক’টি অপারেটর ৩জি সেবা প্রদান শুরু করার জন্য তৈরি রয়েছে। দেশে প্রায় সবক’টি অপারেটরের এই ৩জি সেবা উদ্বোধনকে সামনে রেখেই অক্টোবরের প্রথম সপ্তাহে দ্বিতীয়বারের মতো স্মার্টফোন এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

এতোদিন ধরে বাংলাদেশে ৩জি সেবা বলতে কেবল টেলিটক ৩জিকেই বোঝানো হয়েছে। কিন্তু সবাই যখন ৩জি ইন্টারনেট সেবা চালু করবে, তখন আসল প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতা কেবল স্বল্পমূল্যে ৩জি সেবা দেয়ার নয়, বরং সর্বোৎকৃষ্ট গ্রাহকসেবা এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানও এই প্রতিযোগিতায় ব্যাপক ভূমিকা রাখবে।

কিন্তু তার আগেই যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, পূর্ব অভিজ্ঞতা অনুসারে কোন কোম্পানির ৩জি ইন্টারনেট নেয়ার কথা ভাববেন, তাহলে আপনার উত্তর কী হবে?

একটি ধারণা পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড কথনের ভোটিং বিভাগে এখনই জানিয়ে দিন আগে থেকেই কোন অপারেটরের ৩জি সেবা নিতে আগ্রহী। যারা টেলিটক ৩জি ব্যবহার করছেন, তারা যদি অন্য অপারেটরে যেতে না চান, তা জানানোর সুবিধাও রয়েছে নিচের ভোটবক্সে!

এখনই ভোটে অংশ নিন এবং মন্তব্যের ঘরে কাকে ভোট দিলেন এবং কেন তা জানিয়ে মন্তব্য লিখুন! দেখা যাক, ৩জি চালুর আগেই কোন অপারেটর জয়ী হয়!