বার্লিনের আইএফএ ২০১৩ হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি-বিষয়ক আয়োজন। নতুন কোনো পণ্য উদ্বোধনের জন্য তাই এই আয়োজনকে বেছে নেয় প্রায় অনেক কোম্পানিই। স্যামসাং-ও তাদের গ্যালাক্সি নোট ৩ এবং বহুল-প্রতীক্ষিত স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার উদ্বোধনের জন্য বেছে নিয়েছে এই অনুষ্ঠানকে। সেই সঙ্গে তারা ঘোষণা করেছে গ্যালাক্সি নোট ১০.১-এর একটি নতুন সংস্করণ।
“২০১৪ এডিশন” নামের নতুন গ্যালাক্সি নোট ১০.১-এ রয়েছে ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল রেজুলেশন। এর ডিসপ্লে অনেকটা নেক্সাস ১০-এর মতো বলেই দি ভার্জ জানিয়েছে। তবে হার্ডওয়্যারে নেক্সাস ১০-এর সঙ্গে মিল কেবল ডিসপ্লেতেই।
(আরও পড়ুনঃ স্যামসাং আনলো ৩ গিগাবাইট র্যাম ও অক্টা-কোর প্রসেসরের গ্যালাক্সি নোট ৩)
গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশনে থাকছে ১.৯ গিগাহার্জ অক্টা-কোর চিপসেট ও ৩ গিগাবাইট র্যাম। এতে আছে ৮ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ১৬ গিগাবাইট, ৩২ গিগাবাইট এবং ৬৪ গিগাবাইটের তিনটি মডেলে গ্যালাক্সি নোট ১০.১-এর নতুন সংস্করণটি পাওয়া যাবে যেটির ডিজাইন অনেকটা এর ছোট আকৃতির গ্যালাক্সি নোট ৩-এর মতোই।
গ্যালাক্সি নোট ৩-এর মতোই নতুন অ্যাপ্লিকেশন, এয়ার কমান্ড লঞ্চার এবং নতুন ডিজাইনের এস-পেন থাকছে গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ এডিশনে। ওয়াই-ফাই অনলি, ওয়াই-ফাই ও ৩জি এবং ওয়াইফাই ও ৪জি এলটিই এই ৩টি ভিন্ন কনফিগারেশনের গ্যালাক্সি নোট ১০.১ আসছে সেপ্টেম্বর ২৫ তারিখেই বিশ্বের ১৪৯টি দেশে।
(আরও পড়ুনঃ স্যামসাং ঘোষণা করলো তাদের প্রথম স্মার্টওয়াচ, গ্যালাক্সি গিয়ার)
বড় আকৃতির তুলনামূলক হাই-এন্ড এই ট্যাবলেট কেনার পরিকল্পনা করছেন নাকি এর ছোট গ্যালাক্সি নোট ৩-ই আপনার পছন্দ?