মটোরোলা মোবিলিটির নতুন গুগল ব্র্যান্ডের লোগো উন্মোচন

মটোরোলা মোবিলিটি

গুগল মটোরোলা মোবিলিটিকে কিনে নিয়েছে অনেকদিন হলো। কিন্তু এখনও গুগল নিজস্ব এই কোম্পানির ব্র্যান্ডে কোনো ডিভাইস বাজারে আনেনি। নেক্সাস ডিভাইস তৈরিতেও তারা বেছে নিয়েছে আসুস ও এলজি’র মতো তৃতীয় কোম্পানি। কিন্তু এবার মটোরোলার “এক্স ফোন” নিয়ে সত্যিই সিরিয়াস গুগল। যুক্তরাষ্ট্রেই তৈরি এই বহুল-আলোচিত ফোনটির আনুষ্ঠানিক ঘোষণার আগেভাগেই মটোরোলার লোগোতেই ব্যাপক পরিবর্তন আনা হলো।

যেমনটা দেখতে পাচ্ছেন, গুগলের সাম্প্রতিক রিডিজাইনের সঙ্গে মিল রেখেই সব ছোট হাতের অক্ষরে নতুন মটোরোলার লোগো তৈরি করা হয়েছে। এছাড়াও নামের নিজে স্পষ্টভাবে এও জানিয়ে দেয়া হয়েছে যে, এটি গুগলের একটি কোম্পানি। কাজেই এক্স ফোন-এর মতো ফোনগুলো বাজারমাত করলে মানুষ লোগো দেখেই বুঝতে পারবেন যে, কেবল সফটওয়্যারই নয় (অ্যান্ড্রয়েড), হার্ডওয়্যারের পেছনেও রয়েছে গুগল।

গুগল মটোরোলা মোবিলিটি কিনে নেয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে পেটেন্টের দিক দিয়ে। মটোরোলার অধীনে থাকা অনেকগুলো পেটেন্ট গুগল নিজেদের অধীনে নিয়ে আসতে পেরেছে যা তাদের পরবর্তীতে নেক্সাস ডিভাইসগুলো অত্যন্ত কমমূল্যে বাজারে ছাড়তে সাহায্য করেছে। এ বিষয়ে গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর জন ল্যাগেরলিং দি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন, যা নিয়ে অ্যান্ড্রয়েড কথনে পূর্বে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।