Huawei Ascend P6-এরও আসতে পারে গুগল এডিশন

স্টক অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা যে কতটুকু তা যেন ফোন নির্মাতারা হঠাৎ করেই বুঝতে শুরু করেছে। বর্তমানে অ্যান্ড্রয়েডের টপ ৩টি স্মার্টফোনের গুগল এডিশন নামে আলাদা একটি সংস্করণ রয়েছে বা আসছে। আর এবার দেখাদেখি সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে বেশ সাড়া ফেলা কোম্পানি হুয়াওয়েই। এক সূত্রে জানা গেছে, শিগগিরই তারা তাদের জনপ্রিয় ফোন হুয়াওয়েই অ্যাসেন্ড পি৬-এর একটি গুগল এডিশন বাজারে আনতে যাচ্ছে।

কোম্পানিটির হ্যান্ডসেট প্রোডাক্ট ডিভিশনের প্রেসিডেন্ট কেভিন হো জানিয়েছেন, হুয়াওয়েই গুগলের স্টক অ্যান্ড্রয়েড-চালিত অ্যাসেন্ড পি৬ নিয়ে কাজ করছে। তবে এটি বাজারে আসবে কি না এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। মজার বিষয় হচ্ছে, এর আগে হুয়াওয়েই অ্যাসেন্ড পি৬ নিয়ে কোম্পানিটি জানিয়েছে, তাদের নিজস্ব ইউজার ইন্টারফেস “ইমোশন” অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েডের চেয়ে “শতগুণ বেশি ভালো।” অথচ মাত্র একমাস হতে না হতেই কোম্পানিটি সেই স্টক অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করেই এই ডিভাইস আবারো বাজারে আনার বিষয়ে পরিকল্পনা করছে হুয়াওয়েই।

অবশ্য এখনও এ ব্যাপারে নিশ্চিত জানা যায়নি আদৌ গুগল এডিশনের হুয়াওয়েই অ্যাসেন্ড পি৬ বাজারে আসবে কি না। কোম্পানিটি এটি নিয়ে এখন গবেষণা করছে মাত্র। গত মাসে ঘোষণা করা এই হুয়াওয়েই-এর আল্ট্রা-থিন ফ্ল্যাগশিপ ফোনটি বিশ্বের বেশ কয়েকটি দেশে এ মাসেই রিলিজ হওয়ার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে কবে আসবে বা এর দাম কত হবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

গুগল এডিশনের হুয়াওয়েই ফোন বাজারে বাজিমাত করতে পারবে বলে আপনি কি মনে করেন? গুগল এডিশনের এই নতুন চল নিয়ে আপনার কী মন্তব্য?