সিপিইউ ওভারক্লক, পারফরম্যান্স ও পাওয়ার নিয়ন্ত্রনের দারুণ একটি অ্যাপ্লিকেশন – CPU Master Pro

যারা রুট করা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তাদের অনেকেই সিপিইউ ওভারক্লকের সাথে পরিচিত। মূলত Cyanogenmod ও Cyanogenmod এর উপর ভিত্তি করে গড়া কাস্টম রমগুলোতে সিপিইউ ওভারক্লক করার অপশনটি যুক্ত করাই থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সিপিইউ ওভারক্লক করার পর ফোনই চালু হচ্ছেনা, আবার অনেক সময় ফোন চালু হলেও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। ফোনের ক্ষমতার চেয়ে বেশি ভ্যালু সেট করে ফেললেই সাধারণত এই সমস্যাগুলো দেখা যায়। আর শুধু এসব সমস্যা দূর করতেই নয়, এর পাশাপাশি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের পারফরম্যান্স বৃদ্ধি ও ব্যাটারি বা পাওয়ার নিয়ন্ত্রণের জন্যই CPU Master Pro এর আগমন।  গুগল প্লে স্টোর-এ এর মূল্য প্রায় $4 হলেও আমি এই অ্যাপ্লিকেশনটিরও apk ফাইল আপলোড করে দিচ্ছি, তাই কোন টাকা খরচ না করেই ব্যবহার করতে পারেন এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি। আর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে আপনার ডিভাইসটি অবশ্যই রুট করা থাকতে হবে। কিছু কিছু সেটে কাস্টম রম ছাড়া অ্যাপ্লিকেশনটি কাজ নাও করতে পারে। এবার দেখে নেয়া যাক কী কী আছে এতে।

 

CPU Master Pro

 

সিপিইউ ওভারক্লক:

অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনার ডিভাইসের ক্ষমতা অনুযায়ী পারফরম্যান্স বৃদ্ধির জন্য সিপিইউ ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান পরিবর্তন করে নিতে পারবেন। যদি ক্ষমতার চেয়ে বেশি মান দিয়ে থাকেন তাহলেও দুশ্চিন্তার কোন কারন নেই। ডিভাইসের কোন সমস্যা হলে বুট করার পর অ্যাপ্লিকেশনটি নিজ থেকেই আপনাকে জানিয়ে দেবে সিপিইউ এর ক্লক স্পিডের কারনে কোন সমস্যা হয়েছে কিনা, সমস্যা হলে সেটা পরিবর্তনের অপশনও চলে আসবে।  আর Scaling অপশনটি আপনি চাইলে পরিবর্তন করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো Scaling সবসময় smartassV2 রাখার জন্য কারন এটা অ্যাপ্লিকেশন ও ডিভাইসের অবস্থা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই সিপিইউ এর স্পিড কমিয়ে কিংবা বাড়িয়ে নেয়।

প্রোফাইল:

এটা অ্যাপ্লিকেশনটির প্রো ভার্সনের অন্যতম বৈশিষ্ট্য। ফ্রি ভার্সনে আপনি প্রোফাইল অ্যাক্টিভেট করতে পারবেন না। অ্যাপ্লিকেশনটিতে পাঁচটি ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য পাঁচটি ভিন্ন প্রোফাইল সেট করে নিতে পারবেন। যেমন চার্জে থাকা অবস্থায় সিপিইউ এর গতি কেমন থাকবে, আবার স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় সিপিইউ কীভাবে কাজ করবে কিংবা ফোনে কথা বলার সময় সিপিইউ এর গতি কেমন থাকবে ইত্যাদি।

 

ভোল্টেজ:

এটাও প্রো ভার্সনের অন্যতম বৈশিষ্ট্য। এর সাহায্যে  সিপিইউ এর কোন মানের ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ কতটুকু ব্যাটারি ব্যবহার করতে পারবে সেটা নিজেই নিয়ন্ত্রন করতে পারবেন।

এসব ছাড়াও অ্যাপ্লেকেশনটির সাহায্যে আপনার ডিভাইসের বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

অ্যাপ্লিকেশনটি আপনার পছন্দ হলে এখনি ডাউনলোড করে নিন:

লক্ষ্যণীয়ঃ ক্র্যাকড অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড কথন তার নিজস্ব সার্ভারে সংরক্ষণ করে না। লেখক তার অনলাইন অ্যাকাউন্ট থেকে অথবা ইন্টারনেট ঘেঁটে কাজ করছে এবং নিরাপদ এমন লিংকই দিয়ে থাকেন। তবে লিংক যেকোনো সময় কাজ না করলে আমাদের জানান এখানে

qr code for CPU master Pro

 

অ্যাপ্লিকেশনটি ব্যবহারের পর আপনার সেটের পারফরম্যান্সে কোনো উন্নতি লক্ষ্য করেছেন কি? আমাদের মন্তব্যের ঘরে জানান আপনার কী মন্তব্য এই অ্যাপ্লিকেশনটি নিয়ে।