সহসাই বাংলাদেশে আসছে না মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি

মাইক্রোম্যাক্স হঠাৎই তাদের ক্যানভাস সিরিজের স্মার্টফোন নিয়ে আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে ক্যানভাস ২ এর পর থেকেই তাদের স্মার্টফোনের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। আর যখন মাইক্রোম্যাক্স তাদের এ১১৬ ক্যানভাস এইচডি ফোনের ঘোষণা দেয়, তখন তো অনেকে মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই ডিভাইস কেনার।

ঠিক তারই প্রতিফলন ঘটেছে বাজারে। ১৩ই ফেব্রুয়ারি রাতে ভারতের snapdeal.com নামের জনপ্রিয় একটি ই কমার্স সাইটে বিক্রি শুরু হয় ক্যানভাস এইচডি ফোনটির। কিন্তু মাত্র ৩০ মিনিটের মাথায় সব স্টক শেষ হয়ে যায়।

ওয়েবসাইটে দেখা গেছে, মাইক্রোম্যাক্স নতুন এই ফোনটির জন্য প্রি-অর্ডার নিচ্ছে এবং প্রি-অর্ডার দেয়ার ২১ কার্যদিবস পর ডিভাইস শিপমেন্ট হবে বলে জানিয়েছে। যেহেতু স্টক শেষ, সেহেতু ভারতের স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণ করতেই আরও ২-১ মাস লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আর ভারতেই এই ফোনের চাহিদার তুলনায় ঘাটতি রেখে মাইক্রোম্যাক্স যে বাংলাদেশে ফোনটি রপ্তানী করবে না তা একটু ভাবলেই বোঝা যায়।

গুগলও এর আগে তাদের নেক্সাস ৪ ফোন নিয়ে একই ঝামেলায় পড়েছিল। কী পরিমান চাহিদা রয়েছে তা আন্দাজ করতে না পারায়ই ক্রেতাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। মাইক্রোম্যাক্সও হয়তো ডিভাইস কতোটা চলবে তা নিয়ে বেশ সন্দিহান ছিল, যে কারণে খুব অল্পসংখ্যক স্টক নিয়ে তারা ডিভাইসটি বাজারে আনে।

ভারতের বাজারে মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি ফোনের দাম ১৪,৯৯০ রুপি। বাংলাদেশি টাকায় এর দাম পড়তে পারে প্রায় ২০,৫০০ টাকা। তবে এর চেয়ে বেশি দাম নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তারচেয়ে বড় কথা, সহসাই বোধহয় বাংলাদেশে আসছে না মাইক্রোম্যাক্সের এই ডিভাইস।