মাইক্রোম্যাক্স আনছে ৫ ইঞ্চি জেলি বিন চালিত স্মার্টফোন A116

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পর ভারতীয় কোম্পানি মাইক্রোম্যাক্স অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট বাজারজাত করে জনপ্রিয়তা অর্জন করে নেয়। সম্প্রতি তারা দারুণ একটি ফোন বাজারে আনে যার নাম ছিল মাইক্রোম্যাক্স A110। এ১১০ -এর পরের সংস্করণ এটি, যার নাম রাখা হয়েছে মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস ২ এইচডি।

মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস ২ এইচডি

মাইক্রোম্যাক্স এ১১৬ আগামী ২৫ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে আসতে একটু সময় লাগতে পারে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস প্রযুক্তির এলসিডি স্ক্রিন যাতে রয়েছে ১২৮০ x ৭২০ পিক্সেল রেজুলেশন। তবে ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) কত তা এখনও জানা যায়নি। MediaTek MT6589 চিপসেটের ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও ১ গিগাবাইট RAM সহ গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য এই সেটে আছে PowerVR SGX544 জিপিইউ।

দারুণ স্পেসিফিকেশনের এই ডিভাইসের পেছনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে VGA ক্যামেরা। আরও থাকছে ৪ গিগাবাইট ফোন মেমোরি এবং ২১০০ mAh এর একটি ব্যাটারি।

মাইক্রোম্যাক্স এ১১৬ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে জেলি বিন। অর্থাৎ, ডিভাইসটি কেনার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ৪.১.২ বা নতুন জেলি বিন এর স্বাদ। এছাড়াও এতে অ্যান্ড্রয়েডের অন্যান্য সুবিধার পাশাপাশি জিপিএস, অ্যাসিসটেড-জিপিএস, প্রক্সিমিটি ও অ্যাক্সেলেরোমিটার সেন্সর সাপোর্ট রয়েছে।

বাংলাদেশে ঠিক কত দামে এটি বিক্রি করা হবে তা এখনও স্পষ্ট জানা না গেলেও ২০ হাজার টাকার আশেপাশে দাম পড়বে বলেই আমরা ধারণা করছি। ভারতের বাজারে মাইক্রোম্যাক্স এ১১৬ এর দাম দেখা গেছে প্রায় ১৫ হাজার রুপি। সেই হিসেবে বাংলাদেশি টাকায় এর দাম ২০ হাজারের আশেপাশে হওয়াই স্বাভাবিক।

বৈশিষ্ট্যের দিক দিয়ে সত্যিই দারুণ একটি সেট মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি। বড় আকারের ডিসপ্লে ও এইচডি রেজুলেশন, কোয়াড-কোর প্রসেসরের সঙ্গে ওয়ারেন্টি থাকলে ১৭,০০০ টাকা এই সেটের জন্য হয়তো খুব বেশি নয়। আপনার কী মত?