চলে এসেছে জনপ্রিয় গেম টেম্পল রান ২

অ্যান্ড্রয়েডের কিছু গেম আছে যেগুলো প্রায় সব অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনেই দেখা যায়। নতুন ফোন কেনার পরপরই ব্যবহারকারীরা যেসব গেম ইন্সটল করে থাকেন তার মধ্যে অন্যতম একটি গেম হচ্ছে টেম্পল রান। খুবই সাধারণ আইডিয়ার অথচ দারুণ আসক্তিকর এই গেমটির দ্বিতীয় পার্ট সম্প্রতি রিলিজ করেছে ইম্যাংগি স্টুডিও।

(আরও পড়ুনঃ যে ৫টি অ্যান্ড্রয়েড গেম না খেললেই নয়)

টেম্পল রানের প্রথম সংস্করণের আইডিয়া বেশ সাধারণ ছিল। ব্যবহারকারীকে কেবল পিছু ধাওয়াকারী শিম্পাঞ্জী থেকে পালাতে হতো। পথে বাধা দেয়ার জন্য ছিল ভাঙ্গা রাস্তা, ছড়িয়ে থাকা গাছপালা কিংবা নিচু কোনো স্থান। টেম্পল রান ২-এ গেমার মুখোমুখি হবেন আরও নতুন কিছু বাধার, যেগুলো পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া কিছুটা কঠিন মনে হলেও বিরক্তিকর মনে হবে না।

টেম্পল রান ২-এ দড়ি ধরে ঝুলে পড়া থেকে শুরু করে মূল গেমের মতোই ভাঙা রাস্তা ধরে দৌড়ে চলা, নিচু হয়ে ঝুলে থাকা প্রতিবন্ধক থেকে বেঁচে পিছলে যাওয়া এবং সঠিক সময়ে ডিভাইস দুলিয়ে ডান বা বামপাশে সরে যাওয়ার সবকিছুই রয়েছে। আর এই দৌড়ে চলার মধ্যেই আপনাকে কুড়িয়ে নিতে হবে কয়েন।

টেম্পল রান ২-এর বিশেষ আকর্ষণ হচ্ছে গ্রাফিক্স। আগের গেমের গ্রাফিক্স খুব একটা সুবিধার ছিল না। কিন্তু টেম্পল রান ২-এ চমৎকার পরিবর্তন আনা হয়েছে গ্রাফিক্সে। পাহাড়ী এলাকা, প্রাকৃতিক ঝর্ণা, বন-জঙ্গল ইত্যাদি বিভিন্ন পরিবেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও একেকবার গেম শুরু করলে একেক রকম গ্রাফিক্সের দেখা পাবেন যা গেমটিকে বারবার খেলার উপযোগী করে তুলেছে।

টেম্পল রানের মতোই দ্বিতীয় এই গেমটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে। তবে ইন-অ্যাপ পারচেসের মাধ্যমে টাকা খরচ করে আপনি আপনার খেলোয়াড়ের চরিত্র বদলে নিতে পারবেন ও দক্ষতা বাড়াতে পারবেন। তবে এসবই ঐচ্ছিক। কোনো পয়সা খরচ ছাড়াই আপনি উপভোগ করতে পারবেন পুরো গেমটি।

গুগল প্লে স্টোর লিংকঃ টেম্পল রান ২ 

টেম্পল রান ২ গেমটি খেলছেন তো? ডাউনলোড ও খেলা শুরু করে আপনার অভিজ্ঞতা জানিয়ে যাবেন। আর টেম্পল রান ভক্ত কোনো বন্ধু থাকলে তাকে অবশ্যই এই পোস্ট দেখতে পাঠিয়ে দিন!