স্মার্টফোন এক্সপোর বিভিন্ন অ্যান্ড্রয়েড ট্যাবের দাম

Gadget Gang 7

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গতকাল থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী স্মার্টফোন এক্সপোতে দারুণ কিছু অ্যান্ড্রয়েড ট্যাব পাওয়া যাচ্ছে আকর্ষনীয় মূল্যছাড়ে। মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে মূলত অ্যান্ড্রয়েডচালিত ট্যাবের স্টলগুলোতেই। তার মাঝেও সবচেয়ে বেশি ভিড় ছিল Gadget Gang 7, Oxcel Tab, Alphar Pad এর স্টলগুলো। মেলা ঘুরে অ্যান্ড্রয়েড কথন স্টল থেকে আমরা জানাচ্ছি সবগুলো সাশ্রয়ী ট্যাব সম্পর্কে বিস্তারিত।

গ্যাজেট গ্যাং ৭ এবার দুটি ট্যাবের প্রদর্শনী করছে। ট্যাবগুলো হলো Ainol Novo7 Crystal এবং A78। Ainol Novo7 Crystal ট্যাবের জন্য প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষ্যে দু’টি অফার দিয়েছে। কেবল Novo7 Crystal ট্যাবটি কিনলে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। অর্থাৎ এর বর্তমান মূল্য ১৬৭০০ টাকা হলেও মেলায় তা পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৭০০ টাকায়। এছাড়াও একটি Novo7 Crystal Tab, একটি Novatel Pocket Wifi Router এবং একটি Crystal Leather Case একসাথে কিনলে ৫০০০ টাকা ছাড় দিচ্ছে। তিনটির মূল্য একসাথে ২১,৭০০ টাকা হলেও মেলা উপলক্ষে গ্যাজেট গ্যাং ৭ তা দিচ্ছে মাত্র ১৬,৭০০ টাকায়।

আইনল নভো ৭ ক্রিস্টাল

অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন চালিত Ainol Novo7 Crystal এ আছে Amlogic Cortex A9 1.5 GHz ডুয়াল কোর প্রসেসর, 1GB  DDR3 র‌্যাম, Quad Core Mali 400 X 4 জিপিইউ, ৭” IPS ডিসপ্লে, 8GB বিল্ট ইন স্টোরেজ যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে, ২ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরা এবং ওয়াইফাই। এতে আরো আছে Micro SD, HDMi, Audio Out, Mini USB পোর্ট এবং 3700 mAh ব্যাটারি যা ৬-৮ ঘন্টা ব্যাকাপ দিতে পারে। তবে এর দুর্বল দিক হলো এতে ব্লুটুথ বা জিপিএস কোনোটিই নেই।

AMPE A78

AMPE A78

মেলায় গ্যাজেট গ্যাং ৭-এর অন্যতম আকর্ষণ হলো AMPE A78 অ্যান্ড্রয়েড ট্যাবলেট। ট্যাবটি এখনো বাজারে না আসায় স্মার্টফোন মেলায় গ্যাজেট গ্যাং ৭ শুধুমাত্র ট্যাবটির জন্য প্রি অর্ডার নিচ্ছে। অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ট্যাবে রয়েছে Qualcomm MSM8225 ডুয়াল কোর 1.2 Ghz প্রসেসর, Qualcomm Adreno 203 জিপিই্‌উ, ৭” IPS Full HD, ডুয়াল ক্যামেরা (ফ্রন্ট ক্যমেরা ০.৩ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা ২ মেগাপিক্সেল), ওয়াইফাই, 2G সাপোর্ট অর্থাৎ এর সাহায্যে আপনি ফোন কল ও এসএমএস এর জন্য সিম ব্যবহার করতে পারবেন, বিল্ট ইন 3G সাপোর্ট, ব্লুটুথ এবং বিল্ট ইন জিপিএস। এর সাধারন মূল্য ১৮,৭০০ টাকা হলেও মেলায় প্রিঅর্ডার করলে ৩০০০ টাকা ছাড়ে ট্যাবটি পাওয়া যাবে মাত্র ১৫,৭০০ টাকায়।

Oxcel TAB

Oxcel tab

এদিকে মেলার সবচেয়ে কমদামী ট্যাব পাওয়া যাচ্ছে Oxcel TAB এর স্টলে। তাদের স্টলে Oxcel ট্যাবটি পাওয়া যাচ্ছে মাত্র ৭,৭৭৭ টাকায় যার সাথে তারা দিচ্ছে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ চালিত ৭”, এই ট্যাবে রয়েছে 1.5 Ghz A13 Cortex A8 প্রসেসর,  ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৮০০x৪৮০ রেজুলুশন, ওয়াইফাই, ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, পেন ড্রাইভ সাপোর্ট। তবে এই ট্যাবটির জিপিইউ সম্পর্কে Oxcel TAB এর স্টল থেকে কোন তথ্য জানানো হয়নি। আপনি হাই ডেফিনেশন গেম না খেললে সাধারন কাজের জন্য কমদামী এই ট্যাবটি বেশ কার্যকরী।

Alfar 706

alfar tab

মেলার অন্যতম আকর্ষন হলো Alfar 706 ট্যাব যা RM Systems LTD এর স্টলে পাওয়া যাচ্ছে। এতে আছে Boxchip A10 1.5 Ghz প্রসেসর,  1GB DDR3 র‌্যাম, বিল্ট ইন থ্রিজি সাপোর্ট, ৭” এলইডি ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ও ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। তবে এই  ট্যাবটিরও জিপিইউ সম্পর্কে তাদের স্টল থেকে কোন বিস্তারিত জানায়নি।

মূল দাম ২১ হাজার টাকা হলেও মেলা উপলক্ষ্যে ১৮ হাজার টাকায়ই অর্ডার নেয়া হচ্ছে আলফার-এর স্টলে।

এবারের স্মার্টফোন মেলায় আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। স্টলের সামনে আগ্রহী দর্শনার্থীদের ভিড়ও সেই কথাই প্রমাণ করছে। অ্যান্ড্রয়েড ট্যাবলেট কিনতে ইচ্ছুকদের অবশ্যই মেলায় এসে বিভিন্ন ট্যাবলেট নিজে ব্যবহার করে দেখা উচিৎ হবে।