কোয়ালকম ঘোষণা করলো স্ন্যাপড্রাগন ৬০০ ও ৮০০ চিপ

চিপ

কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩-তে চিপসেট নির্মাতা কোয়ালকম ঘোষণা করেছে নতুন দু’টি চিপসেট। যারা কেবল নতুন স্মার্টফোন আর ট্যাবলেটের খবরেরই অপেক্ষায় থাকেন, তারা হয়তো এই খবরে খুব একটা আশাব্যঞ্জক কিছু পাবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আগামী দিনের জনপ্রিয় ডিভাইসগুলোই চলবে নতুন এসব চিপে। আর তাই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ ও ৮০০ চিপের ক্ষমতা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখলে মোটেই মন্দ হয় না।

যেহেতু হার্ডওয়্যার বিষয়ক খবর, তাই যতটুকু সম্ভব সংক্ষেপেই নতুন এই চিপের ক্ষমতাগুলো তুলে ধরা হচ্ছে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৬০০ চিপে রয়েছেঃ

  • কোয়াড কোর ক্রেইট ৩০০ সিপিইউ যার গতি যেতে পারে প্রতি কোরে সর্বোচ্চ ১.৯ গিগাহার্জ।
  • অ্যাড্রিনো ৩২০ জিপিইউ।
  • এলপিডিডিআর৩ র‌্যাম সাপোর্ট।
  • স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসরের তুলনায় ৪০ শতাংশ ব্যাটারি সাশ্রয়ের ক্ষমতা।

কোয়ালকম তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের ডিভাইসগুলো এই গ্রীষ্মেই বাজারে চলে আসবে। কিন্তু ৮০০ সিরিজের ডিভাইস আসতে আসতে ২০১৪ সালও লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনই ৮০০-এর সুবিধাগুলো জানলে হয়তো ৬০০-এর প্রতি আগ্রহ হারাবেন অনেকেই, তবুও জানা যেহেতু গেছে, জানিয়ে দেয়াই ভালো!

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ চিপে রয়েছেঃ

  • কোয়াড কোর ক্রেইট ৪০০ সিপিইউ যার সর্বোচ্চ গতি প্রতি কোরে ২.৩ গিগাহার্জ।
  • অ্যাড্রিনো ৩৩০ জিপিইউ।
  • 2x32bit LPDDR3 RAM at 800MHz
  • ৪জি এলটিই ক্যাটাগরি ৪ এবং ৮০২.১১এসি সাপোর্ট।
  • আল্টাএইচডি রেজুলেশন (4096 × 2304 পিক্সেল) সাপোর্ট।
  • ডিটিএস-এইচডি, ডলবি ডিজিটাল প্লাস ও ৭.১ সারাউন্ড সাউন্ড সাপোর্ট।
  • ডুয়াল ইমেজ সিগনাল প্রসেসর যা সাপোর্ট করবে সর্বোচ্চ ৫৫ মেগাপিক্সেল।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো-এর তুলনায় ৭৫ শতাংশ ব্যাটারি সাশ্রয়ের ক্ষমতা।

হার্ডওয়্যার বিশেষজ্ঞদের হয়তো ইতোমধ্যেই জিভে পানি চলে এসেছে! তবে এসব ক্ষমতার ডিভাইসের জন্য আমাদের ২০১৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত ২০১৩ সালে হাই-এন্ড ডিভাইস কিনতে চাইলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের দিকেই মনোনিবেশ করতে হবে।