ফাঁস হলো এক্সপেরিয়া জেড (ইয়োগা)-এর নতুন স্পষ্ট ছবি

আমরা অনেকদিন আগেই জানিয়েছি সনির নতুন ৩ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ এক্সপেরিয়া ইয়োগার কথা, যার নাম পরবর্তীতে এক্সপেরিয়া জেড হবে বলেও ধারণা করেছি। সম্প্রতি নতুন এই সেটের প্রথম স্পষ্ট ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে।

এর আগে যেসব ছবি দেখেছি আমরা, সেগুলোও ফাঁস হওয়া ছবি হলেও স্পষ্ট কোনো ছবি পাওয়া যায়নি। সম্প্রতি প্রেস ছবি ফাঁস হওয়ায় প্রথমবারের মতো সনি ইয়োগা তথা এক্সপেরিয়া জেডের আউটলুক ও ইউজার ইন্টারফেস দেখা গেলো। যদিও এটি সিজিআই বা কম্পিউটার জেনারেটেড ছবি; তবুও এগুলো মূল ইউজার ইন্টারফেসের অনুকরণেই ডিজাইন করা হয়ে থাকে।

নতুন এই সূত্রে আগে আমরা যেই স্পেসিফিকেশন জানতে পেরেছি সেগুলোকেই নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ, ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের পাশাপাশ এতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ গিগাবাইট র‌্যাম আর অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন দেয়া থাকবে। পাশাপাশি “ওডিন” নামের আরেকটি ডিভাইসও বাজারে আনা হতে পারে যার নাম এক্সপেরিয়া জেডএল। এর আগের সনির “এল” নামের ইতিহাস অনুসারে এক্সপেরিয়া জেডএল হবে এলটিই সুবিধা সমৃদ্ধ ডিভাইস। তবে এর পুরোটাই আমাদের ধারণা। আসলেই কেমন দেখতে এই ডিভাইস আর এর ক্ষমতাই কতটুকু তা দেখা যাবে আর মাত্র ক’দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কনজিউমার ইলেকট্রনিক্স শো “সিইএস ২০১৩“-তে।

প্রযুক্তি বিশ্বের এই সবচেয়ে বড় আসরের অ্যান্ড্রয়েড আপডেটগুলো জানতে অ্যান্ড্রয়েড কথনের সঙ্গেই থাকুন।