উইন্ডোজের সফটওয়্যার চলবে অ্যান্ড্রয়েডে!

ওয়াইন

ওয়াইন শুনলেই যাদের জিভে জল আসছে তারা আপাতত ওয়াইনের আশা স্থগিত রাখতে পারেন। কেননা, আমরা বলছি ওয়াইন নামের একটি কমপ্যাটিবিলিটি লেয়ারের কথা যেটি সাধারণত ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীরা ব্যবহার করে থাকেন। ওয়াইন লেয়ারের মাধ্যমে উইন্ডোজের অ্যাপ্লিকেশন ও এক্সিকিউটেবল ফাইল লিনাক্স ও ম্যাকেও রান করা ও ইন্সটল করা যায়। সম্প্রতি এই ওয়াইন লেয়ারই এর ডেভেলপাররা অ্যান্ড্রয়েডেও চালিয়ে দেখিয়েছেন!

অবশ্য অ্যান্ড্রয়েডে যারা উইন্ডোজ সফটওয়্যার ইন্সটল করতে আগ্রহ নিয়ে বসে আছেন তাদের এখনই খুশি হওয়ার কিছু নেই। কেননা, সম্পূর্ণই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য এই লিনাক্স। এমনকি সরাসরি অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসেও এখনও এটি চালানো হয়নি।

ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপারস’ ইউরোপিয়ান মিটিং (FOSDEM)-এ ওয়াইন-এর প্রধান ডেভেলপার অ্যালেক্সান্দ্রে জুলিয়ার্ড তার ম্যাকবুকে অ্যান্ড্রয়েড এনভায়রনমেন্টে এই ওয়াইন চালিয়েছেন। পাঠকদের অনেকেই হয়তো জানবেন যে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আইএসও দিয়ে ভার্চুয়াল বক্সে কম্পিউটারেই অ্যান্ড্রয়েড ইন্সটল করা যায়। ঠিক সেভাবেই ভার্চুয়ালাইজেশন পদ্ধতিতে অ্যান্ড্রয়েডে এই ওয়াইন কমপ্যাটিবিলিটি লেয়ার চালিয়ে দেখিয়েছেন এর প্রধান ডেভেলপার।

পরীক্ষামূলক পর্যায়ে ওয়াইন খুব ধীরগতির পারফরম্যান্স দিলেও জুলিয়ার্ডের দাবি, এটি অ্যান্ড্রয়েড ইমুলেটরে চলছিল বলেই পারফরম্যান্সে সমস্যা দেখা দিয়েছে। মূলত ইনটেলের X86 আর্কিটেকচারের অ্যান্ড্রয়েড ফোনগুলো বাজারে জনপ্রিয় হয়ে উঠলেই ওয়াইন তাদের অ্যান্ড্রয়েড সংস্করণটি বের করতে পারবে। ফলে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হলেও ইন্টেল প্রসেসরের কল্যাণে উইন্ডোজের বিভিন্ন সফটওয়্যার চালাতে পারবেন ব্যবহারকারীরা।

ইতোমধ্যেই আমরা জানিয়েছি ইনটেলের Xolo ফোনের কথা যার মূল সমস্যাই হচ্ছে X86 আর্কিটেকচারের প্রসেসর। কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো কেবল এই ওয়াইনের কল্যাণেই ইনটেল বাজারমাত করে ফেলতে পারে।