২৯শে অক্টোবর অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠালো গুগল: একাধিক নেক্সাস উদ্বোধনের সম্ভাবনা

নেক্সাস নামের সফল দু’টি ডিভাইস হচ্ছে গ্যালাক্সি নেক্সাস ফোন আর নেক্সাস ৭ ট্যাবলেট। গ্যালাক্সি নেক্সাস ফোনটি তৈরি করা হয়েছে স্যামসাং-এর সঙ্গে মিলে। অন্যদিকে নেক্সাস ৭ ট্যাবলেট তৈরি করেছে আসুস। তবে স্যামসাং ও আসুস কেবল হার্ডওয়্যারটুকু তৈরি করে দিয়েছে। সফটওয়্যার তৈরি, বাজারজাতকরণ ও বিক্রি সবকিছু করেছে গুগল। নেক্সাস ব্র্যান্ডটাই এখন গুগলের। তবে কেবল দু’টি ডিভাইস আর দু’টি কোম্পানির মধ্যেই আটকে থাকতে চায় না গুগল। তাই কত কয়েক সপ্তাহ ধরে এলজি’র সঙ্গে মিলে তৈরি নেক্সাস ৪ সম্পর্কে ব্যাপক তথ্য ছড়াচ্ছে ইন্টারনেট জগতে।

খুশির খবর হচ্ছে এই যে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে এই অক্টোবরের ২৯ তারিখেই। গুগল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মিডিয়াকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের দাওয়াত।

গুগল নেক্সাস

আরও পড়ুনঃ আইপ্যাড রুখতে স্যামসাং-এর সঙ্গে মিলে গুগল আনছে হাই-এন্ড নেক্সাস ১০

অনুষ্ঠানে কী ঘোষণা করা হবে সে ব্যাপারে কোনো ক্লু না দেয়া হলেও সবাই ধারণা করছেন নেক্সাস ৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নেক্সাস ৪ হচ্ছে ৪ ইঞ্চি আকারের একটি স্মার্টফোন যেটি তৈরি করেছে এলজি ও বিক্রি করবে গুগল। নেক্সাস ৪ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না পেলেও এর ছবি এবং এটি দিয়ে তোলা ছবি ইন্টারনেটে ছড়িয়েছে অনেকদিন ধরেই। নেক্সাস ৪ এখন আর কোনো গুজব নয়। এটি কেবল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায়।

নেক্সাস ৪

এলজির তৈরি গুগল নেক্সাস ৪।

নেক্সাস ৪-এ অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৪.২। তবে এটি নতুন সংস্করণ হবে নাকি জেলি বিনের মাইনর আপডেট হবে, সে ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। নেক্সাস ৪ ছাড়াও একাধিক নেক্সাস ডিভাইসের গুজব রয়েছে। অনেকদিন আগে আইপ্যাডের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে স্যামসাং-এর সঙ্গে মিলে গুগল নেক্সাস ১০ আনবে এমন তথ্য ছড়ায় আন্তর্জাতিক মিডিয়ায়। সবাই যখন নেক্সাস ৪ নিয়ে ব্যস্ত, তখন চুপি চুপি হয়তো গুগল নেক্সাস ১০ নিয়েও কাজ করে চলেছে।

এই মাসেই যে নতুন একটি বা একাধিক নেক্সাস ডিভাইস ঘোষণা করবে গুগল, তা এ মাসের প্রথম দিনই ধারণা করা হয় অ্যান্ড্রয়েড কথনে (দেখুন এখানে)। যদিও সেখানে নেক্সাস ৫-এর ধারণা করা হচ্ছিল, কিন্তু তাতে কি, নেক্সাস ডিভাইস একটি আসলেই হলো। (এখন নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যান্ড্রয়েড কথনের সঙ্গে থাকলে আপনি থাকবেন অ্যান্ড্রয়েড জগতের সর্বশেষ মূহুর্তে!)

২৯শে অক্টোবরের অনুষ্ঠান চাইলে আপনারাও ইউটিউবে সরাসরি দেখতে পারবেন। গুগল জানিয়েছে, এই অনুষ্ঠান ইউটিউবের অ্যান্ড্রয়েড চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আর যদি দেখতে না পারেন, কোনো চিন্তা নেই। অনুষ্ঠান শেষেই অ্যান্ড্রয়েড কথনে পাবেন নতুন সব তথ্য। সে জন্য অবশ্যই ফেসবুক পেজে যোগ দিন অথবা/এবং ডান পাশের সাইডবার থেকে ইমেইলের মাধ্যমে গ্রাহক হোন। এতে করে নতুন সব পোস্ট চলে যাবে আপনার ইনবক্সে।

নতুন নেক্সাস ডিভাইস নিয়ে কে কে এক্সাইটেড? এলজি’র নেক্সাস ৪ ডিভাইস যদি ২৫-৩০ হাজারে বিক্রি হয় তাহলে কি আপনি কিনতে আগ্রহী হবেন? নাকি ‘এলজি’ ব্র্যান্ড আপনাকে দ্বিতীয়বার ভাবাবে? নাকি ‘নেক্সাস’ ব্র্যান্ড শুনেই আপনি খুশি? আপনার মন্তব্য জানান নিচের ঘরে।