এগুলোই হচ্ছে প্রথম অ্যান্ড্রয়েড ওয়্যার-চালিত স্মার্টওয়াচ

গুগল আই/ও হচ্ছে বছরের সবচেয়ে আকর্ষণীয় কনফারেন্স যেখানে গুগল তাদের আগামী এক বছরের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে। প্রতিবারের মতো এবারও গুগল আই/ও অনুষ্ঠিত হবে। কিন্তু আই/ও-এর আগেভাগেই গুগল বেশ কিছু ঘোষণা দিয়ে চলেছে।  আর এর মধ্যে সবচেয়ে বড় ধরনের ঘোষণা হলো অ্যান্ড্রয়েড ওয়্যার (Android Wear).

গুগল ইতোমধ্যেই এলজি ও মটোরোলার সঙ্গে কাজ করে নিজেদের সফটওয়্যার-চালিত পণ্য বাজারে এনেছে। কিন্তু এবারই প্রথম তারা পরিধেয় প্রযুক্তির বাজারে প্রবেশ করতে চলেছে। বিশেষ করে গুগলের ‘গুগল গ্লাস’ এ বছরের শেষের দিকেই বাজারে আসার কথা থাকায় পরিধেয় প্রযুক্তি তথা স্মার্টওয়াচে গুগলের প্রবেশ বেশ বড় একটি ঘটনা।

গুগল স্মার্টওয়াচ আনার পরিকল্পনা করছে এ নিয়ে গুজব চলছিল অনেকদিন ধরেই। অ্যান্ড্রয়েড ওয়্যার হলো গুগলের জবাব। আসলেই স্মার্টওয়াচের দিকে নজর দিচ্ছে গুগল। আর সেটা করছে অনেকটা অ্যান্ড্রয়েডের মতোই। গুগল তৈরি করে দিচ্ছে সফটওয়্যার। আর পার্টনার কোম্পানিগুলো তৈরি করে নিচ্ছে নিজেদের ডিজাইন অনুযায়ী হার্ডওয়্যার। তবে নতুনত্ব রয়েছে এই অপারেটিং সিস্টেমে। “গুগল নাও” নির্ভর করে একটু ব্যতিক্রমভাবে ডিজাইন করা হয়েছে এটি, যাতে করে কেবল যখন আপনার তথ্যের প্রয়োজন তখনই তথ্য আপনার স্মার্টওয়াচে হাজির হয়।

গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যারের ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই দু’টি কোম্পানি জানিয়ে দিয়েছে, তারা শিগগিরই বাজারে আনতে যাচ্ছে গুগলের নতুন এই ওএস চালিত স্মার্টওয়াচ। এলজি ও মটোরোলার এই দু’টি স্মার্টওয়াচ নিয়েই আজকের এই পোস্ট।

এলজি জি ওয়াচ

এলজি জি ওয়াচ

এলজি জি ওয়াচের ডিজাইন ইতোমধ্যেই বাজারে থাকা স্মার্টওয়াচগুলোর মতোই। চারকোণাকৃতির এই স্মার্টওয়াচের ডিজাইনে নজরকাড়া কোনো বিশেষত্ব না থাকলেও আসল চমক থাকছে এর সফটওয়্যারে। গতানুগতিক হোমস্ক্রিন, অ্যাপ আইকন ইত্যাদি ডিজাইন বাদ দিয়ে গুগল নাও-নির্ভর অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহারকারীদের স্মার্টওয়াচের এক নতুন অভিজ্ঞতা দেবে বলেই আশা করছে গুগল ও এলজি।

নেক্সাস ডিভাইসের মতোই গুগলের সরাসরি তত্ত্বাবধানে এই স্মার্টওয়াচ তৈরি করছে এলজি। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে থাকছে ১.৬৫-ইঞ্চি আকারের স্ক্রিন যার রেজুলেশন 280 x 280 পিক্সেল। এছাড়াও এতে ৪ গিগাবাইট রম ও ৫১২ মেগাবাইট র‌্যাম থাকার কথা রয়েছে।

এলজির ডিজাইন দেখে খুব একটা এক্সাইটেড না হলে দেখে নিন মটোরোলার স্মার্টওয়াচের এক ঝলক।

মটো ৩৬০

মটো ৩৬০

ঘড়ি যেমন হওয়ার কথা ছিল, ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে মটো ৩৬০ নামের অ্যান্ড্রয়েড ওয়্যার-চালিত এই স্মার্টওয়াচ, দাবি করছে মটোরোলা। গোলাকৃতির ডিজাইনসমৃদ্ধ এই স্মার্টওয়াচ দেখলেই যে কারো পছন্দ হতে বাধ্য। বিশেষ করে অ্যান্ড্রয়েড ওয়্যার-এর নতুনত্ব বোঝাতে এই স্মার্টওয়াচের নতুন ডিজাইন অনেকখানিই কাজে লাগবে। নতুন ব্যবহারকারী, যারা এতোদিন কেবল স্মার্টওয়াচ দেখেই এসেছেন, তাদের কাছেও মটো ৩৬০ বেশ আকর্ষণীয় হবে।

মটো ৩৬০

গুগল নাও বা অ্যান্ড্রয়েড ওয়্যার-এর সিম্প্লিসিটির সঙ্গে মানিয়েই ডিজাইন করা হয়েছে মটোরোলার এই স্মার্টওয়াচ। স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এতে স্যাফায়ার গ্লাস ও OLED ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এতে ওয়্যারলেস চার্জিং-এর সুবিধা থাকবে বলেও ধারণা করা হচ্ছে। ব্যতিক্রমী ডিজাইন ও নতুন অপারেটিং সিস্টেমের এই স্মার্টওয়াচ সম্পর্কে আরও জানতে আগ্রহীদের অপেক্ষাই করতে হবে।

গুগলের সঙ্গে মিলে এলজি ও মটোরোলার এই দু’টি স্মার্টওয়াচের মধ্য থেকে বেছে নিতে বলা হলে আপনার পছন্দ কোনটি হবে এবং কেন?