Author: সিয়াম সাব্বির

অ্যান্ড্রয়েড কথন পরিবারে যোগদান করা নতুন সদস্য। ভালো লাগে টেকনোলজি নিয়ে লিখতে এবং মুভি দেখতে। টেকনোলজির প্রতি অসীম আগ্রহ থেকেই মূলত আমার অ্যানড্রয়েড কথনে যোগ দেয়া। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে পরিসংখ্যান বিষয়ে অনার্স করছি।