অ্যাপ্লিকেশন রিভিউঃ Pocket – পড়ুয়াদের অবশ্যপাঠ্য!

অনেকেই এমন আছেন যারা তাদের ফোনে গেম খেলা কিংবা গান শোনার চাইতেও ইন্টারনেটে নিউজ কিংবা আর্টিকেল পড়তে বেশি পছন্দ করেন। তাদের উদ্দেশ্য করেই বলা, কখনো কি মনে হয়েছে যদি এমন কোন অ্যাপ থাকতো যার সাহায্যে অনলাইন আর্টিকেলগুলো কোনরকম ঝুঁট-ঝামেলা ছাড়াই ইবুক এর মত করে পড়া যেতো? থাকতো না ইন্টারনেটের কোন বিরক্তিকর বিজ্ঞাপন কিংবা মন চাইলেই কোন নিউজ/আর্টিকেল/ভিডিও সংরক্ষণ করা যেতো পরবর্তীতে অফলাইন ব্যবহারের জন্য।

তাহলে বলবো রিভিউটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। কেননা, পকেট নামের এই অ্যাপ্লিকেশন ঠিক এই কাজের জন্যই বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

পকেট নামক এই অ্যাপটিতে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন যেটি অন্য কোন আরএসএস ফিড/নিউজ অ্যাপ এ আপনি পাবেন না। পকেট অ্যাপটি অন্যান্য আরএসএস ফিড অ্যাপ এর মতো গতানুগতিক ধারায় কাজ করেনা। এটির মুল কাজ হচ্ছে অফলাইন রিডিং এবং পাঠকের আর্টিকেল রিডিংকে আরও আনন্দদায়ক করে তোলা। যে কথা না বললেই নয়, রিভিউটি লেখার সময় গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ছিল ৪.৬/৫।  বুঝতেই পারছেন সম্পূর্ণ ফ্রি এই অ্যাপ্লিকেশনটি আসলেই কতটা কাজের ও জনপ্রিয়।

চলুন এক নজরে দেখে নেয়া যাক পকেট-এর প্রধান কিছু বৈশিষ্ট্যঃ

১. শুধুমাত্র পছন্দের আর্টিকেলটিই সংরক্ষণ করার সুবিধা
২. অফলাইনে রিডিং সুবিধা
৩. একাধিক ডিভাইসে সিঙ্ক এর সুবিধা
৪. বেশ সুন্দর ও ব্যবহারবান্ধব ইন্টারফেস
৫. ডেস্কটপ ক্রোম ব্রাউজারে এক্সটেনশন সাপোর্ট

কিভাবে ব্যবহার করবেন পকেট?

পকেট অ্যাপ্লিকেশনটির ব্যবহার তুলনামূলক সহজ। প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাদের ওয়েবসাইট থেকে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে লগিন করুন আপনার স্মার্টফোনের পকেট অ্যাপ থেকে। এখন আপনি যদি ডেস্কটপে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে ক্রোম-এর এক্সটেনশন স্টোর থেকে পকেট এক্সটেনশনটি ডাউনলোড করে নিন। 

pocket extension

ডাউনলোড এর পর তা নিচের স্ক্রীনশট এর মত দেখাবে। কোন ওয়েবপেজ ভিজিট এর সময় সেই পেজটি যদি পকেটে সংরক্ষণ করতে চান তাহলে ব্রাউজারের ডানদিকে ওপরে পকেটের আইকনে ক্লিক করুন। আর্টিকেলটি সংরক্ষিত হবে।

অথবা আপনি যদি চান শুধুমাত্র আপনার স্মার্টফোন থেকেই সম্পূর্ণ কাজটি করতে তাহলে ফোন এর ব্রাউজারের শেয়ার অপশন থেকে “Add to Pocket” অপশনটি সিলেক্ট করে দিন। তারপর পকেট অ্যাপটি ওপেন করলে দেখতে পারবেন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সংরক্ষিত পেজগুলো সিঙ্ক করে নিচ্ছে তাদের ওয়েব সার্ভার থেকে কোন ঝক্কি ঝামেলা ছাড়াই।

ব্যাস! কাজ শেষ। এইবার সিলেক্ট করুন আর পড়তে থাকুন আপনার পছন্দের নিউজ কিংবা আর্টিকেল। বলা বাহুল্য, পকেট-এর বাড়তি সুবিধার মধ্যে রয়েছে প্রতিটি আর্টিক্যালের সঙ্গে ট্যাগ যোগ করা যাতে করে পরবর্তীতে সহজেই খুঁজে পেতে পারেন আপনার প্রয়োজনীয় লেখাটি। আর্টিক্যালের পাশাপাশি ছবি, ভিডিও কিংবা এক্সটার্নাল ওয়েবসাইট লিংকও পকেটে সংরক্ষণ করা যাবে। এতে করে আপনার অনলাইন বুকমার্ক স্টোরেও পরিণত করতে পারবেন পকেট-কে।

ডাউনলোডের পূর্বে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন কিভাবে কাজ করে পকেট।

 গুগল প্লে স্টোর লিংকঃ পকেট 

 

নিউজ আর্টিক্যাল কিংবা ওয়েবে অন্যান্য বিষয়ে প্রচুর পড়াশোনার অভ্যাস থাকলে পকেট অ্যাপ্লিকেশনটি আপনার ভালো লাগতে বাধ্য। আপনি চাইলে স্মার্টফোন ছাড়াও সরাসরি ওয়েবেই http://getpocket.com-ঠিকানায় গিয়ে আপনার সংরক্ষিত আর্টিক্যালগুলো পড়তে পারেন। পড়া শেষে “রেড” হিসেবে সেগুলো আর্কাইভ করা ও পরবর্তীতে প্রয়োজনে আর্কাইভ থেকে পুরনো লেখাগুলো পড়ার সুবিধাও রয়েছে পকেট-এ।

পকেটে পকেট রাখছেন কি?