[মজাদার ছবি] দেখুন কেমন হতে পারে আইফোন ১০, আইফোন ২০ ও আইফোন ৩০০এস

আইফোন ৫

আইফোন ৫ দেখতে অনেকটা লম্বাই লাগে।

অ্যাপল সম্প্রতি তাদের নতুন আইফোন ৫ ঘোষণা করলো। স্বভাবতঃই এখনই পরের আইফোন নিয়ে জল্পনা-কল্পনা না করে আইফোন ৫ বাজারে আসার জন্য অপেক্ষা করছেন প্রযুক্তিপ্রেমীরা। কিন্তু কেউ কেউ প্রযুক্তিবিদদের আশায় বসে থাকেননি। নিজেরাই বাস্তবতা ও মনের মাধুরী মিশিয়ে তৈরি করে ফেলেছেন সম্ভাব্য আইফোন ১০ এর ছবি।

আইফোন ৫ দেখলেই প্রথমে যে জিনিসটি চোখে পড়বে তা হলো এর দৈর্ঘ্য। স্ক্রিনের আকার সাড়ে তিন থেকে চার ইঞ্চি বাড়ানো হলেও প্রস্থে আগের মতোই রাখা হয়েছে। এ জন্য আইফোন দেখতে লম্বা লাগে। অনেককে সোশাল মিডিয়াতে একে লম্বু আইফোন বলে ডাকতেও দেখা গেছে। আর সেই লম্বুত্বকে বজায় রাখলে আরও পাঁচ প্রজন্ম পর আইফোন ১০ কেমন হতে পারে তার ছবি তৈরি করে ফেলেছেন নাম না জানা ডিজাইনার।

আইফোন ১০

এ পর্যন্ত দেখেই যারা হাসতে শুরু করেছেন, তাদের বলছি। হাসি আপাতত থামান। কেননা, আইফোন ১০ দেখেই ভবিষ্যদ্বাণী করা বন্ধ করে দেয়নি রসিক ডিজাইনাররা। এ তো গেল পাঁচ প্রজন্মের পরের আইফোনের সম্ভাব্য ছবি। কিন্তু পনেরো প্রজন্ম পর, অর্থাৎ, আইফোন ২০ দেখতে কেমন হবে?

যারা ছবিটি তৈরি করেছেন, তারা কিন্তু বলছেন আইফোন ২০-কে কেবল স্মার্টফোনই নয়, বরং প্রয়োজনে তলোয়ার হিসেবেও ব্যবহার করা যাবে। কেন? কারণ আইফোন ২০ হবে যথেষ্ট পাতলা, ধারালো, এবং….

 

লম্বা!

আইফোন ২০

তবে আইফোন ২০ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে এটি বাজারে ছাড়ার ছাড়পত্র নাও দিতে পারে এফসিসি, অন্তত আমার তো এমনটাই মনে হচ্ছে। আর যদি বাজারে চলেও আসে, তাহলে পকেটে নয়, বরং তা রাখতে হবে এক বিশাল লম্বা খোপে। অর্থাৎ, মধ্যযুগের মতো তলোয়ারের খোপের ব্যবসা আবার রমরমা হয়ে উঠতে পারে। আপনার কী মনে হয়?

আরও পড়ুনঃ গ্যালাক্সি এস ৩ বনাম আইফোন ৫

আইফোন ৩০০এস

হ্যাঁ, আইফোন ১০ এর পরপরই যদি আইফোন ২০ এর চিত্র কল্পনা করা হয়, তাহলে ২০ এর পর আইফোন ৩০০এস কল্পনা করতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। তাই তো ডিজাইনাররা তৈরি করে ফেলেছেন আইফোন ৩০০এস এর প্রোটোটাইপ।

ছবির নিচে দেয়া নোটিশ কিন্তু খেয়াল করবেন! বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন।

আইফোন ৩০০এস

তো কে কে এই আইফোনগুলো কিনতে চান অথবা একবার অন্তত হাতে নিয়ে দেখতে চান হাত তুলুন।

ছবিগুলো ফেসবুক থেকে সংগৃহীত।