২০১৪ প্রায় শেষের পথে। প্রতি বছরই বছরের শেষ নাগাদ শুরু হয়ে যায় বছরের সেরা সব ঘটনা, পণ্য, অ্যাপ্লিকেশন, গেমস ইত্যাদি নিয়ে নানা পরিসংখ্যান। ব্যতিক্রম নয় গুগলও। প্রায় প্রতিবছরের শেষের দিকেই সার্চ জায়ান্ট তাদের গুগল প্লে স্টোরের জনপ্রিয় সব অ্যাপ্লিকেশন ও গেমস-এর নাম প্রকাশ করে। সম্প্রতি ২০১৪ সালের সেরা অ্যান্ড্রয়েড গেমস ও অ্যাপস-এর তালিকা প্রকাশ করেছে গুগল।
গুগল প্লে স্টোরের ইন্টারনাল ডেটার উপর ভিত্তি করে গুগল এই তালিকা প্রস্তুত করে। এবার জনপ্রিয় সব অ্যাপ্লিকেশন ও গেমসের তালিকা নিয়ে ইনফোগ্রাফিকও তৈরি করেছে কোম্পানিটি। তবে তার আগে চলুন এক নজরে দেখে নেয়া যাক এ বছরের সেরা ডাউনলোড করা গেমস ও অ্যাপ্লিকেশনের তালিকা। পাঠকদের সুবিধার্থে অ্যাপ ও গেমসগুলো প্লে স্টোরের সঙ্গে লিংক করে দেয়া হয়েছে।
সেরা গেমস
বিভাগ অনুযায়ী সেরা অ্যাপস
- এডুকেশন – ডুয়োলিংগো
- সোশাল – ফেসবুক
- হেলথ অ্যান্ড ফিটনেস – মাইফিটনেসপাল
- এন্টারটেইনমেন্ট – নেটফ্লিক্স
- মিউজিক – পান্ডোরা
- স্পোর্টস – এনএফএল মোবাইল
- ফটোগ্রাফি – ফ্লিপাগ্রাম
- ট্রাভেল – ট্রিপঅ্যাডভাইজর
সেরা সংবাদভিত্তিক অ্যাপস
- দি নিউ ইয়র্ক টাইমস
- টিএমজি
- ফোর্বস নাও
- দি ভার্জ
- দি হাফিংটন পোস্ট
- দি ডেইলি বিস্ট
- দি ওয়াল স্ট্রিট জার্নাল
এছাড়াও গুগল প্লে স্টোরের সেরা মুভির স্থান করে নিয়েছে ডিজনির ‘ফ্রোজেন’ ও সেরা টিভি শো’র স্থান করে নিয়েছে ‘দি ওয়াকিং ডেড’। অন্যদিকে সবচেয়ে বেশিবার পড়া বইয়ের তালিকায় রয়েছে The Fault in Our Stars, Fifty Shades of Grey, Divergent, Twelve Years a Slave এবং Insurgent.
তো স্মার্টফোন প্রেমীরা, এ বছর কোন অ্যাপ বা গেমের পেছনে আপনার সবচেয়ে বেশি সময় কেটেছে?