ভারতে এলো এশিয়ার প্রথম ফায়ারফক্স ওএস ফোন, ইনটেক্স ক্লাউড এফএক্স

ফায়ারফক্স ওএস

মজিলার ফায়ারফক্স ওএস-এর নাম এখন আর কারো অজানা নয়। ইতোমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি বাজারে বিভিন্ন প্রস্তুতকারকের হাত ধরে যাত্রা শুরু করেছে ফায়ারফক্স ওএস-চালিত সুলভমূল্যের এসব স্মার্টফোন। কিন্তু এখন পর্যন্ত এশিয়ার ক্রেতাদের জন্য কোনো কোম্পানিই ফায়ারফক্স ওএস ফোন বাজারে আনেনি। তবে সম্প্রতি ভারতের বাজারে ইনটেক্স নিয়ে এসেছে ক্লাউড এফএক্স নামের প্রথম ফায়ারফক্স ওএস ফোন যেটি এশিয়ার বাজারে বিক্রি হচ্ছে।

ইনটেক্সের নতুন এই ফোনটিতে থাকছে দু’টি সিম স্লট, ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্জ প্রসেসর ও ১২৫০ এমএএইচ ব্যাটারি। স্পেসিফিকেশন শুনে বর্তমানে বাজারে থাকা কমদামী স্মার্টফোনের চেয়েও অনেক কম মনে হলেও অবাক হওয়ার কিছু নেই। কেননা, ফায়ারফক্স ওএস এমন একটি অপারেটিং সিস্টেম যেটি তৈরিই করা হয়েছে তুলনামূলক কম হার্ডওয়্যারে ভালো কাজ করার লক্ষ্য নিয়ে। আর সে কারণে এই স্মার্টফোনের দামও হয়ে থাকে তুলনামূলক কম।

ভারতের স্ন্যাপডিল ইন্টেক্সের নতুন এই ক্লাউড এফএক্স ফায়ারফক্স ওএস ফোনটি বিক্রি করছে মাত্র ১,৯৯৯ রুপিতে।

ফায়ারফক্স ওএস-চালিত ফোনের ক্ষেত্রে দারুণ বিষয়টি হলো, স্বল্পমূল্য ও তুলনামূলক কম হার্ডওয়্যারের হওয়া সত্ত্বেও সাধারণত কমমূল্যের স্মার্টফোনগুলোর মতো খারাপ পারফরম্যান্স পাওয়া যাবে না এতে। ওয়েবকে সবার হাতে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েই মজিলা তৈরি করে ফায়ারফক্স ওএস, যাতে অংশ নিয়েছে বিশ্বব্যাপী হাজার হাজার স্বেচ্ছাসেবক। আর ফায়ারফক্স ওএস-এর মাধ্যমে কাজটি বেশ সফলতার সাথেই করতে পারছে মজিলা। কেননা, ফায়ারফক্স ওএস-ই ওয়েব, যার ফলে কম হার্ডওয়্যারেও ভালো পারফরম্যান্স দিতে পারে।

ভারতের ফায়ারফক্স ওএস প্রেমীরা ইতোমধ্যেই ফোনটি নিয়ে বেশ আলোচনা শুরু করে দিয়েছেন। তবে পার্শ্ববর্তী দেশ হয়েও বাংলাদেশে এই ফোন এখনও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেনি। তাই বাংলাদেশে অবস্থানকারীদের ফায়ারফক্স ওএস ফোন কেনার অপেক্ষার এবারও ইতি হলো না।

This post was also published on Android Kothon English and The Mozilla Magazine.